ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাউখালীতে সন্ধ্যা নদী তীরে ভাঙনে বিপন্ন গ্রামবাসির মানববন্ধন

কাউখালীতে সন্ধ্যা নদী তীরে ভাঙনে বিপন্ন গ্রামবাসির মানববন্ধন

কাউখালী প্রতিনিধি >
পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীর অব্যহত ভাঙন থেকে ঐতিহ্যবাহী ‘মৃৎ শিল্পের গ্রাম’ হিসেবে খ্যাত সোনাকুর মৃৎ পল্লী সুরক্ষার দাবিতে বিপন্ন গ্রামবাসি নদী তীরে নৌ-মানববন্ধ করেছে।
কাউখালী উন্নয়ন পরিষদ ও সোনাকুর গ্রামবাসির উদ্যোগে আজ শনিবার সকালে সন্ধ্যা নদী তীরে ব্যাতিক্রমী নৌ-মানববন্ধন ও সমাবেশে সহ¯্রাধিক জনতা অংশ নেন।
নদী তীরে ঘন্টাব্যাপী মানবন্ধন শেষে কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি ও সামাজিক উদ্যোক্তা আব্দুল লতিফ খসরুর সভাপতিত্বে ভাঙন কবলিত স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান শেখ শামসুদ্দোহা. ইউপি নদস্য মো. নাসির উদ্দিন. মৃৎশিল্পী বকুল রানী পাল, বিনয় পাল , মৎস্যজীবি আব্দুল ওয়াদুদ প্রমূখ । সমাবেশে বক্তারা সন্ধ্যা নদীর তীব্র ভাঙন হতে ঐতিহ্যবাহী সোনাকুর গ্রাম রক্ষার দাবি জানান। এসময় বক্তারা সোনাকুরের নদী ভাঙনে বিপন্ন ঐতিহ্যবাহী পাল পাড়া রক্ষা ও নদী ভাঙনে নিঃস্ব মৃৎশিল্পীদের পূনর্বাসনের দাবি জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...