ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়া সরকারী কলেজের একাডেমিক ভবনে মৃত্যুঝুঁকি ! জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা

মঠবাড়িয়া সরকারী কলেজের একাডেমিক ভবনে মৃত্যুঝুঁকি ! জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা

আজকের মঠবাড়িয়া অনলা্ইন >
পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজের একাডেমিক ভবনটি দীর্ঘদিন ধরে বেহাল দশা। জীবনের ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। ভবনের পলেস্তরা খসে রড বেড়িয়ে গেছে। পিলারে ভয়াবহ ফাটল। খসে পড়ছে পলেস্তরা। যে কোন মূহুর্তই এখানে মৃত্যু ঝুঁকি । শিক্ষক ও শিক্ষার্থী মহা আতংকের মধ্যে রয়েছেন। মৃত্যু ঝুঁকি নিয়েই চলছে পাঠদান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই । তাই সামাজিক সাইটে বেহাল কলেজ ভবনের ছবি পোস্ট দিয়ে দায়িত্বশীল একজন শিক্ষক পিরোজপুর জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন । মঠবাড়িয়া সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহসেনুল মান্না তাঁর ফেসবুক টাইমলাইনে মঠবাড়িয়া সরকারী কলেজের বেহাল একাডেমিক ভবনের দুরাবস্থার ছবি পোস্ট দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। ব্যাক্তির এমন সামাজিক উদ্যোগ মহতি উদ্যোগ।
শিক্ষক মোহসেনুল মান্না তাঁর ফেসবুকে জানিয়েছেন, একাদশ এবং স্নাতক শ্রেণির প্রায় দেড় সহস্রাধিক শিক্ষার্থী প্রাণের ঝুঁকি নিয়ে ক্লাস করে এই ভবনটিতে । ভবনটি ১৯৮২ সালে নির্মিত হয়। নির্মাণের পর ভবনের ্রআর কোন মেরামতের কাজ হয়নি। জ্বরাজীর্ণ ভবনটিতে বর্তমানে বর্ষাকালে ছাদ চু্পইয়ে পানি পড়ে। পিলারে ফাটল, ছাদের পলেস্তরা খসে পড়ে এমন অবস্থায় এসে দাড়িয়েছে তিন তলা এই ভবনটিতে এখন আর সংস্কারের সুযোগও নেই।
শিক্ষক মোহসেনুল মান্নার আংশকা যে কোন সময় ঘটে যেতে পারে রানা প্লাজার চেয়েও ভয়াবহ দূর্ঘটনা।
দেখার কেউ নেই। তা্ই তিনি এ ব্যাপারে পিরোজপুর জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন।

প্রভাষক মোহসেনুল মান্নার ফেসবুক থেকে সংগৃহিত।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...