ব্রেকিং নিউজ
Home - জাতীয় - সন্ধ্যা ও কচা নদীর অতি জোয়ারে কাউখালীতে ৩০ গ্রামে প্লাবন

সন্ধ্যা ও কচা নদীর অতি জোয়ারে কাউখালীতে ৩০ গ্রামে প্লাবন

রবিউল হাসান রবিন, কাউখালী > পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা ও কচা নদীতে অতিজোয়ারের কারনে উপজেলার ৩০ গ্রামে প্লাবন দেখা দিয়েছে। এছাড়া জোয়ারের পানির তোড়ে সন্ধ্যা কচা নদী তীরবর্তী অন্তত ১৫টি গ্রাম ভাঙনের কবলে পড়েছে। জোয়ারের পানির প্লাবনে একদিকে জনজীবনে দুর্ভোগ ও নদী তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে।
কাউখালী বিআইডব্লিউটিএর গেজ পাঠক মো. হাবিবুর রহমান আলো জানান, দুই নদীর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নি¤œাঞ্চলে প্লাবন দেখা দিয়েছে। এছাড়া কাউখালী সদরসহ বেশ কয়েকটি গ্রামে জোয়ারের প্লাবন দেখা দিয়েছে। জোয়ারের পানি পরিমাপ করে দেখা দেখাগেছে ১৫ সেন্টিমিটারের অধিক পানি বৃদ্ধি পেয়েছে। পানির তোরে কচা ও সন্ধ্যা নদী তীরে ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয়দের সূত্রে জানাগেছে, জোয়ারের প্লাবনে কাউখালীর জোলাগাতি, পাংগাশিয়া, বেকুটিয়া , আমরাজুড়ি, অশোয়া ও সোনাকুর পাল পাড়ায় তীব্র নদী ভাঙন বৃদ্ধি পেয়েছে। ভ্ঙানে সোনাকুর মৃৎ পল্লীর বাসিন্দারা চর আতংকের মধ্যে রয়েছেন।
এ ছাড়া সন্ধ্যা নদীর প্রবল জোয়ারে কাউখালী শহরের উত্তরবন্দর, লঞ্চঘাট এলাকা, কুমিয়ান ও কচুয়াকাঠি ও আসপর্দি মহল্লা জোয়ারের প্লাবন দেখা দিয়েছে।
কাউখালী সদর ইইপ চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন জানান, কুমিয়ান এলাকার খাদ্যগুদাম ও ইউনিয়ন পরিষদ এলাকায় জোয়ারের প্লাবনে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এসব এলাকা হুমকীর মুখে রয়েছে।
এছাড়া কাউথালী-স্বরূপকাঠি আঞ্চলিক মহাসড়কের কয়েকটি স্থানে নদীর জোয়ারের প্লাবনে তলিয়ে যাওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

উপজেলার কচুয়াকাঠি কাজী হারুন অর রশীদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিথীকা রায় জানান, গত দুই দিনে সন্ধ্যা নদীর জোয়ারের প্লাবনে স্কুল মাঠ তলিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার জোয়ারের পানির তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিদ্যালয়ের শ্রেণী কক্ষে পানি ঢুকে পড়েছে। এতে পাঠদানে বিঘœ ঘটে। ছাত্র ছাত্রীরা শ্রেণী কক্ষে পানি ঢুকে পড়ায় আতংকিত হয়ে পড়ে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...