ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব নিলেন অধ্যক্ষ শাহ আলম

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব নিলেন অধ্যক্ষ শাহ আলম

পিরোজপুর প্রতিনিধি > পিরোজপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহন করেছেন পিরোজপুর-২ আসনের সাবেক সাংসদ সদস্য ও সাবেক স্বরুপকাঠী উপজেলা চেয়ারম্যান অধ্য মোঃ শাহ আলম। সোমবার দুপরে জেলা পরিষদে প্রশসাকের কার্যালয়ে আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ী নিয়ে তিনি এ দ্বায়িত্ব ভার গ্রহন করেন। সর্বশেষ এ পদের দায়িত্বে ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রয়াত ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আকরাম হোসেন খান । ২০১৫ সালের (১৮ সেপ্টেম্বর) শুক্রবার তার মৃত্যুতে এ পদটি শূন্য হয়ে যায়। সে থেকেই এ পদটি এতদিন শুণ্য ছিল। গত মঙ্গলবার সিলেট, বরিশাল, পিরোজপুর ও কুড়িগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ী নিয়ে জেলা পরিষদে এলে তাকে স্বাগত জানান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.ইসমাইল হোসেন। এ সময় তার সাথে পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহজাহান তালুকদার, উপজেলা আওয়মীলীগের সভাপতি মতিউর রহমান সিকদার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন নান্না সহ পিরোজপুর,নাজিরপুর স্বরুপকাঠীর বিভিন্ন স্থরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...