ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়া,কাউখালী ও ভান্ডারিয়ায় মৎস্য সপ্তাহে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা

মঠবাড়িয়া,কাউখালী ও ভান্ডারিয়ায় মৎস্য সপ্তাহে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা

আজকের মঠবাড়িয়া অনলাইন ডেস্ক >
জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ উপলক্ষে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়া , কাউখালী ও ভান্ডারিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাঠানো খবর..>
মঠবাড়িয়া : উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন, উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: দ্বীনেশ চন্দ্র মজুমদার, কৃষি কর্মকর্তা মুহাঃ মনিরুজ্জামন, সমবায় কর্মকর্তা মোঃ এমাদুল হক, আরডিও মোঃ মঞ্জুর এলাহী, এআরডিও তরিকুল ইসলাম প্রমূখ।

কাউখালী : জাতীয় মৎস্য সপ্তাহ উপল্েয মঙ্গলবার পিরোজপুরের কাউখালীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ’জল আছে যেখানে মাছ চাষ সেখানে’এ প্রতিপাদ্য বিষয়ের উপর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এ মত বিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করে কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল সহ উপজেলার কর্মরত জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা ।

ভান্ডারিয়া : ভান্ডারিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপলক্ষে ভান্ডারিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে হোটেল ঘরোয়ায় সংবাদ সম্মেলনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস বলে গনমাধ্যমদের সাথে উপজেলা প্রচার অভিজান সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আহবান জানান। এছাড়া সপ্তাহ ব্যাপী কর্মসূচী বিষয় সাংবাদিকদের অবহিত করেন। কর্মসূচীর মধ্যে র‌্যালী, আলোচনা সভা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয় আলোচনা সভা ও প্রমান্য চিত্র প্রদর্শন, ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মঃস্য চাষ বিষয় আলোচনা সভা ও প্রমান্য চিত্র প্রদর্শন, হাট বাজার, জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ও ভিডিও প্রমান্য চিত্র প্রদর্শন, জাতীয় মৎস্য সপ্তাহ মূল্যায়ন, পুরস্কার বিরতরণ ও সমাপনী অনুষ্ঠান পালন করা হবে বলে তিনি সংবাদ সম্মেলনে বলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...