ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে ব্যবসায়ীদের রমজানে ভেজাল মুক্ত ও সঠিক দামে পন্য বিক্রির অঙ্গীকার

পিরোজপুরে ব্যবসায়ীদের রমজানে ভেজাল মুক্ত ও সঠিক দামে পন্য বিক্রির অঙ্গীকার

পিরোজপুর প্রতিনিধি > আসন্ন রমজানে পিরোজপুর পৌর বাজারের ব্যবসায়ীরা ভেজাল মুক্ত খাবার ও সঠিক দামে পন্য বিক্রির অঙ্গীকার করেছেন। পাশাপাশি নিজেরা দুর্নীতি মুক্ত থেকে সমাজের সকল স্তরে দুর্নীতি প্রতিরোধে ভুমিকা রাখার কথা বলেছেন। মঙ্গলবার সন্ধ্যার পর পৌর সুপার মার্কেটে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এক মত বিনিময় সভায় ব্যবসায়ীরা তাদের এই অবস্থানের কথা ঘোষনা করেন। জেলা প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন পিরোজপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেন, সহকারী পুলিশ সুপার সার্কেল মোল্লা আজাদ হোসেন, জেলা সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি আতাউর রহমান শেখ আলম, প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা আব্দুল মতিন, পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক শেখ, প্রবীণ ব্যবসায়ী নরেন্দ্র নাথ সাহা, পরিবেশক সমিতির সম্পাদক মোঃ মহিউদ্দিন আকন প্রমুখ। প্রতিরোধ কমিটির সদস্য এ্যাডভোকেট রেজাউল ইসলাম শামিমের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান নাসিম।
অনুষ্ঠানে প্রতিরোধ কমিটির সদস্য প্রতুল ব্রহ্ম, মোল্লা লিয়াকত আলী, মেহেদী হাসান ছাড়াও উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার আব্দুল মান্নান হাওলাদার, সাবেক পৌর কমিশনার তৌহিদ উদ্দিন শেখ, টিআইবির এরিয়া ম্যানেজার পুলক কুমার পালিত, প্রেসক্লাবের সহ সভাপতি খালিদ আবুসহ সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় পৌর বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...