ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় সমবায় ব্যাংকের লীজ দেয়া ৫৫টি পরিবারকে উচ্ছেদের চেষ্টা ◾️সংবাদ সম্মেলনে অভিযোগ

মঠবাড়িয়ায় সমবায় ব্যাংকের লীজ দেয়া ৫৫টি পরিবারকে উচ্ছেদের চেষ্টা ◾️সংবাদ সম্মেলনে অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি <>

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের কেন্দ্রীয় সমবায় ব্যাংকের লীজ দেয়া জমিতে বসবাসকৃত ৫৫টি পরিবারকে অন্যায়ভাবে উচ্ছেদের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবারগুলো।
গতকাল রোববার রাতে শহরের শেরে বাংলা পাঠাগার সংলগ্ন ভুক্তভোগী তানিয়া আক্তারের বসত ঘরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে লীজ গ্রহিতা তানিয়া আক্তার বলেন, ২০০২ সালে তৎকালীন ব্যাংক কর্তৃপক্ষ ৫৫টি পরিবারের প্রত্যেকের কাছ থেকে এক লাখ থেকে দেড় লাখ টাকা গ্রহন করে শেরে বাংলা পাঠাগার সংলগ্ন সমবায় ব্যাংকের পতিত জলাবদ্ধ নিচু খোলা জমি বসত ভিটির জন্য লীজ দেয়। তখন ব্যাংক কর্তৃপক্ষ ওই ৫৫টি পরিবারের কাছ থেকে নির্ধারিত মাসিক মাটি ভাড়া নিয়ে বসত ঘর নির্মাণ করে বসবাসের অনুমতি দেয়। এরপর ভুক্তভোগী পরিবারগুলো ৫ থেকে ৭ লাখ টাকা ব্যায় করে বসবাসের উপযোগী আধাপাকা ঘর নির্মাণ করে গত ১৭ বছর ধরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছে।

লিখিত বক্তব্যে তিনি আরও জানান, বর্তমানে তাদের নবায়নের মেয়াদ শেষ হলে পুনরায় নবায়ন করতে গেলে বর্তমান ব্যাংকের চেয়ারম্যান আজীম-উল-হক চুক্তি নবায়নে অপরগতা প্রকাশ করেন এবং উচ্ছেদের হুমকি দিয়ে পুনরায় ৫ লাখ টাকা করে দাবী করেন। পরে গত ১লা নভেম্বর বসতঘরগুলোর বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেয়। এতে ওই জমিতে বসবাসকারী পরিবারের সন্তানেরা চলামান জেএসসি পরীক্ষায় বিদ্যুৎ বিহীন চরম ভোগান্তিতে পড়ে। ওই জমি থেকে উচ্ছেদ করলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো সর্বশান্ত হয়ে পথে বসবে।
এব্যাপারে সমবায় ব্যাংকের চেয়ারম্যান আজিম-উল-হক বলেন, ওই পরিবারগুলোর কাছে তিন বছরের জন্য অস্থায়ী ভাবে মাটি ভাড়া দেয়া হয়েছিল। মেয়াদ শেষ হলেও বার বার নোটিশ করা সত্ত্বেও নোটিশ গ্রহন না করে অবৈধ দখলও ছাড়ছেনা। যে কারণে আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...