ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাউখালীতে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সভা

কাউখালীতে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সভা

 

কাউখালী প্রতিনিধি <>

পিরোজপুরের কাউখালীতে শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক স্তরের সভা অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার পরিষদ সভা কক্ষে উপজেলার সকল ম্যাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধান শিক্ষকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যামিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গৌতম কুমার দাসের সভাপতিত্বে উপজেলা চেয়ার‌্যান আবু সাঈদ মনু মিঞা প্রধান অতিথির বক্তব্য দেন ।
আরও বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মৃদুল আহম্মেদ সুমন, ইউপি চেয়ারম্যান শেখ সামছুদ্দোহা চাঁন, , এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, ইজিএস শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক তানভীর আহম্মেদ, নাঙ্গুলী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, আইরণ জয়কুল এমএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্না মিয়া প্রমূখ।

সভায় পরীক্ষায় শতভাগ পাশ নিশ্চিতসহ শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের বিশেষ উদ্যোগী হওয়ার বিষয়ে নানা সুপারীশমালা তুলে ধরা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...