ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

মঠবাড়িয়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

 

মঠবাড়িয়া প্রতিনিধি <>

‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে ডেঙ্গু জরের প্রাদুর্ভাবের রোধে সারা দেশের মতো পিরোজপুরের মঠবাড়িয়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উদ্ধোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কার্যালয় চত্বরে উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন করেন। এসময় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনের অংশ হিসেবে পৌরসভা, উপজেলার ইউনিয়নসমূহের সব ড্রেন, নালা, খাল, জলাশয় ও পুকুর থেকে কচুরিপানাসহ অন্যান্য ময়লা পরিষ্কার করার কার্যক্রম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জি.এম. সরফরাজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, বড়মাছুয়া যুবলীগ নেতা মাইনুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান মিজু, ইসরাত জাহান মমতাজ প্রমুখ।

সভায় এলাকার সকল নাগরিককে নিজ নিজ বসতবাড়ি ও আঙিনাসহ বাড়ির চারপাশ এবং সব সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিজ উদ্যোগে তাদের প্রতিষ্ঠান প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...