ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মতবিনিময় সভা

মঠবাড়িয়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মতবিনিময় সভা

মঠবাড়িয়া প্রতিনিধি >>
পিরোজপুরের মঠবাড়িয়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারি শিক্ষা অফিসার ও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । আজ শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো.গিয়াস উদ্দিন আহমেদ।

এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা শিক্ষা অফিসার মো.ফজলে রহমান, পিরোজপুর পিটিআই এর সুপারেন্টেন্ড মোল্লা ফরিদ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কিরন চন্দ্র রায়, সহকারি শিক্ষা অফিসার রিয়াজ আহসান, প্রসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, প্রধান শিক্ষক ফজলুল হক, মো.মাইনুল ইসলাম, অঞ্জলী রানী হালদার প্রমূখ।

মতবিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ ও শিক্ষকবৃন্দ আদর্শ ও মানসম্মত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করনীয় বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন । প্রধান অতিথি মনোযোগ দিয়ে শিক্ষকদের কথা শুনেন । প্রধান অতিথি শীঘ্রই দাবি পূরণের আশ্বাস ব্যক্ত করেন ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...