ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ার ভগীরথপুরে ৯টি চোরাই গরু উদ্ধার

মঠবাড়িয়ার ভগীরথপুরে ৯টি চোরাই গরু উদ্ধার

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার দিনগত রাতে উপজেলার ভগিরথপুর বাজারের একটি পরিত্যাক্ত সমিল থেকে ৯টি চোরাই গরু উদ্ধার করেছে। এসময় পুলিশ গরু চুরিতে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি ট্রলার জব্দ করে। গরু চোর চক্রের সাথে জড়িত মন্টু কবিরাজ পালিয়ে যায়। মন্টু কবিরাজ পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার আজাহার কবিরাজের ছেলে।

পুলিশ জানায়, মন্টু কবিরাজ দীর্ঘদিন ধরে মঠবাড়িয়া-ভান্ডারিয়ার বিভিন্ন এলাকা থেকে রাতের আধারে কৃষকদের গরু চুরি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ভগিরথপুর বাজার সংলগ্ন কবির মিস্ত্রীর পরিত্যাক্ত স্বমিলে অভিযান চালায়। এসময় ৫টি গাভী, একটি বলদ ও ৩টি বাছুরসহ মোট ৯টি গরু উদ্ধার এবং গরু চুরির কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল ও একটি ট্রলার জব্ধ করে। আটককৃত গরু এবং ট্রলার স্থানীয় ভগীরথপুর পুলিশ ফাড়িতে জমা রাখা হয়েছে।

মঠবাড়িয়া থানার সেকেন্ডে অফিসার এসআই জাহিদ হাসান জানান, মন্টু কবিরাজ একজন চিহ্নিত ডাকাত। সে গত কয়েক মাস ধরে পিরোজপুর-মঠবাড়িয়া-ভান্ডারিয়া-কাঠালিয়া-পাথরঘাটার লোকালয়ের কৃষকদের গরু ট্রলার যোগে এনে ভগিরথপুর বাজার সংলগ্ন কবির মিস্ত্রীর একটি পরিত্যাক্ত স্বমিলে রাখত। স্থানীয়দের সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেয়।

মঠবাড়িয়া অফিসার ইনচার্জ এম.আর শওকত আনোয়ার ইসলাম জানান, গরুর মালিকদের খোঁজা হচ্ছে। গরুর মালিক পাওয়া গেলে লিখিত অভিযোগ নিয়ে গরু চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...