ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে বেকুটিয়া সেতু নির্মানে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরনের অর্থ বিতরণ

পিরোজপুরে বেকুটিয়া সেতু নির্মানে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরনের অর্থ বিতরণ

পিরেজপুর প্রতিনিধি >>
পিরোজপুরে ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বেকুটিয়া সেতু) নির্মান প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরনের অর্থ প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার সেতু সংলগ্ন কুমিরমারা এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের হাতে ক্ষতিপূরনের অর্থের চেক প্রদান করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, শারিকতলা-ডুমুরিতলা ইউপি চেয়ারম্যান মিরাজুর রহমান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন অধিগ্রহণকৃত জমির ৪ জন মালিককে ক্ষতিপূরনের অর্থ বাবদ ১ কোটি ৭৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এনিয়ে এ পর্যন্ত ১০ জন জমির মালিককে ক্ষতিপূরনের অর্থ দেয়া হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...