ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাউখালীতে জাতীয় শোক দিবস পালিত

কাউখালীতে জাতীয় শোক দিবস পালিত

কাউখালী প্রতিনিধি >

পিরোজপুরের কাউখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল থেকে কাউখালী শহরের মুজিব চত্বরে শোকাহত মানুষের ঢল নামে।

সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, ছাত্রলীগ বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।
এসময় সেখানে মিনিট নিরবতা পালন করা হয়। শেষে শহরে শোক যাত্রা বের করা হয়। শোক যাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ।

পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সহকারী কমিশনার (ভুমি) মো. সাইফুদ্দীন গিয়াসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিঠু, থানার ওসি মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ মো. কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, মুক্তিযোদ্ধা আবদুল জিয়াদ, ছাত্রলীগ সভাপতি মো. মৃদুল আহম্মেদ সমুন, সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত প্রমুখ।

আলোচনা শেষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শির্ষক চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...