ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে জনগণের মুখোমুখি জনপ্রতিনিধিদের প্রাক বাজেট সভা

পিরোজপুরে জনগণের মুখোমুখি জনপ্রতিনিধিদের প্রাক বাজেট সভা

পিরোজপুর প্রতিনিধি >>

পিরোজপুরে জনগণের মুখোমুখি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের এক প্রাক বাজেট আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় সদর উপজেলার ৬নং শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের প্রাক বাজেট সভা ও জনগণের মুখোমুখি জনপ্রতিনিধিদের প্রশ্নত্তোর সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য সুরাইয়া আক্তার হ্যাপী। সনাক-পিরোজপুরের সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব, মেম্বার, রাজনৈতিক ব্যক্তিত্ব, সনাক, স্বজন ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এরিয়া ম্যানেজার-সিই, পুলক রঞ্জন পালিত।
ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থবছরের প্রাক বাজেট উপস্থাপন করেন সচিব চঞ্চল কুমার সরকার। বাজেট ঘোষনার পর উক্ত বাজেটের আলোকে জনগণের লিখিত এবং সরাসরি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন ইউনিয়ন পরিষদের সচিব ও মেম্বরবৃন্দ। তারা বলেন সব কাজ ইউনিয়ন পরিষদের পক্ষে সম্ভব নয়। ইউনিয়নবাসীকে তার অধিকার বিষয়ে সচেতন হতে হবে। একই সাথে নিয়ম অনুসারে ট্যাক্স প্রদান করতে হবে। ইউনিয়ন এর শিক্ষা, স্বাস্থ্য, রাস্তার উন্নয়ন, বাল্যবিবাহ, যৌতুক, খোয়াড়, পানীয় জলের ব্যবস্থা, দুস্থ নারীদের জন্য বাজেটে বরাদ্দ ইত্যাদি বিষয়ের প্রশ্নের উত্তরের পাশাপাশি ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা ও ভবিষৎ কর্মপরিকল্পনা জনগণের মাঝে উপস্থাপন করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...