ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে তথ্য অধিকার আইন প্রয়োগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভুমিকা বিষয়ক কর্মশালা

পিরোজপুরে তথ্য অধিকার আইন প্রয়োগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভুমিকা বিষয়ক কর্মশালা

পিরোজপুর প্রতিনিধি >>

পিরোজপুরে তথ্য অধিকার আইন প্রয়োগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভুমিকা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সহযোগীতায় এবং টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে জেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘ উপনেবিশিক শাসনের হাত থেকে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। নাগরিক হিসেবে এ দেশের প্রতিটি মানুষেরই তথ্য জানার অধিকার রয়েছে। তিনি বলেন, আমরা যারা এ দেশের সাধারন খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকায় চাকুরী করি, তাদের অবশ্যই সেইসব মানুষকে তথ্য দিতে আমরা বাধ্য। একজন তথ্য কর্মকর্তার এ জন্য প্রয়োজনীয় প্রশিক্ষন নেয়া প্রয়োজন। সনাকের এধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে তিনি কর্মশালার সাফল্য কামনা করেন।
টিআইবির জেলায় কর্মরত সকল সরকারী ও বেসরকারী কর্মকর্তারা দিনভর এ প্রশিক্ষনে অংশ নেন।
তথ্য অধিকার আইন, ২০০৯ প্রয়োগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা বিষয়ক কর্মশালায় পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে উপস্থাপন করনে মোঃ ফিরোজ উদ্দীন, প্রোগ্রাম ম্যানেজার-সিই, টিআইবি।

সনাক সদস্য জনাব এম.এ রব্বানী ফিরোজ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালার লক্ষ্য-উদ্দেশ্য বর্ণনা করেন। কর্মশালায় অংশগ্রহণকারীগণ মন্তব্য করেন আইন করা হয়েছে কিন্তু জনপ্রিয় হয়নি। আইন সম্পর্কে জনসাধারণ সচেতন নয়। সচেতনতা বাড়াতে হবে এবং তথ্য দেয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।

কর্মশালায় তথ্য অধিকার আইন, ২০০৯ প্রয়োগে সভাপতি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পিরোজপুর প্রতিটি প্রতিষ্ঠানকে সিটিজেন চার্টার প্রস্তুত এবং দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার নামসহ জেলা প্রশাসনের তথ্য বাতায়নে সন্নিবেশিত করার নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন সরকারি পরিপত্র এসেছে যা পরবর্তীতে সকল দপ্তরে পাঠিয়ে দেয়া হবে এবং নির্দেশনা অনুসারে প্রস্তুত করতে হবে। উক্ত কর্মশালায় সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যসহ সরকারি ও বেসরকারি ২৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...