ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পাথরঘাটায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ বর্জন শুরু

পাথরঘাটায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ বর্জন শুরু

পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি >>
শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে পাথরঘাটায় মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা ও কলেজ শিক্ষকগন সোমবার(২২ জানুয়ারী) থেকে ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ বর্জন শুরু করেছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গত রবিবার রাতে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ পাথরঘাটা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এ কর্মসূচী ঘোষনা করেন।

শিক্ষক কর্মচারীরা মতবিনিময় সভায় জানান আগামী ২৮ তারিখ পর্যন্ত ক্লাশ বর্জন অব্যহত থাকবে। দাবী পূরন না হলে আরো কঠোর কর্মসূচীর কথা ঘোষনা করা হয়।

গত রবিবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে পাথরঘাটা প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির পাথরঘাটা উপজেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ এর শিক্ষকবৃন্দ বক্তৃতা করেন। হাড়িটানা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. রুহুল আমিন বলেন, দেশ এখন মধ্য আয়ের দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে কিন্তু আমাদের মত বেসরকারি শিক্ষকগন কি সে মর্জাদা এবং মানে বেতন,ভাতা ও সুযোগ পাচ্ছি। নিজলাঠিমারা আলীম মাদ্্রসার শিক্ষক আবদুল মালেক ও সপ্তগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে দেশের অধিক সংক্ষক শিক্ষার্থীকে পাঠ দান করছি অথচ আমাদের বেতন কম,ভাতা নেই, এমনকি বৈশাখী পর্যন্ত ভাতা নেই।
শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির পাথরঘাটা উপজেলা সমন¦য়ক অধ্যাপক মো. আহসান হাবীব বলেন, একই দেশে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠিানে সুবিধা প্রদানে বৈষম্য দূর করতে অনতিবিলম্বে শিক্ষা ব্যবস্থা জাতীয় কররণ করার জোর দাবি জানান। তিনি আরো বলেন, কেন্দ্রীয় কমিটিরি অংশ হিসেবে ২৮ জানুয়ারীর পর কঠোর কমৃসূচী গ্রহন করা হবে।#

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...