ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাউখালীতে খালের জোয়ারে ভেসে শিশু নিখোঁজ তিন দিনেও খোঁজ মেলেনি

কাউখালীতে খালের জোয়ারে ভেসে শিশু নিখোঁজ তিন দিনেও খোঁজ মেলেনি

কাউখালী প্রতিনিধি >
পিরোজপুরের কাউখালীতে খালে পড়ে শর্মী আক্তার নামে তিন বছরের একটি শিশু নিখোঁজ রয়েছে। আজ বুধবার পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি। উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের দক্ষিণ জোলাগাতি গ্রামে সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি খালে পড়ে জোয়ারে ভেসে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজ শিশু শর্মী উপজেলার দক্ষিণ জোলাগাতি গ্রামের জেলে মো. দুলাল হালাদারের ছোট মেয়ে।
নিখোঁজ শিশুটির পরিবার ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশু শর্মীর আপন চাচাত ভাই মিঠু হাওলাদার শিশুটিকে গোসল করাতে বসতবাড়ির সম্মূখ খালের ঘাটে নিয়ে যায়। শিশুটিকে মিঠু গোসল করিয়ে ঘাটের ওপর দাড় করিয়ে সে নিজে খালে নেমে গোসল করে। এসময় শিশু শর্মী ঘাট থেকে খালে পড়ে যায়। খালের জোয়ারের প্রবল স্্েরাতে শিশুটি ভেসে যায়। পড়ে মিঠুর ডাক চিতকারে পরিবারের স্বজনরা ছুটে এসে খালে নেমে শিশুটির সন্ধান চালিয়েও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। এদিকে শিশুটির সন্ধানে গত তিন ধরে এলাকায় মাইকিং করে গ্রামবাসি সন্ধানের চেষ্টা চালাচ্ছে।
নিখোঁজ শিশুর নানা জোলাগাতি গ্রামের আবদুস সালাম খাঁ জানান, তার নাতি শর্মীকে গ্রামের খালে ও কচা নদীতে খুঁজে এখনও পাওয়া যায়নি। এলকায় তিন দিন ধরে মাইকিং করা হচ্ছে। গ্রামবাসিও শিশুটির সন্ধান চালাচ্ছে। শর্মীর এমন মর্মান্তিক মৃত্যু গ্রাবাসিকেও শোকাহত করেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. মামুন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে তিনদিন ধরে খোঁজা হচ্ছে। ধারনা করা হচ্ছে খালের জোয়ারে তোড়ে শিশুটি ভেসে গিয়ে কচা নদীতে চলে যেতে পারে। দরিদ্র ওই জেলে পরিবার শুধু নয় পুরো গ্রামবাসি নিষ্পাপ শিশুটির জন্য শোকাহত।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...