ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - জোয়ার এলো মঠবাড়িয়া পৌর শহরে !

জোয়ার এলো মঠবাড়িয়া পৌর শহরে !

বিশেষ প্রতিনিধি >
প্রথম শ্রেণীর পৌরসভা মঠবাড়িয়ার দক্ষিণ বন্দর এলাকার সড়কে জোয়ার এসেছে। জোয়ারের পানি হুহু করে ডুবিয়ে দিচ্ছে ব্যস্ততম সড়ক ও জনবসতি। প্রতিদিন দুই বার খালের জোয়ারের জলে প্লাবিত হচ্ছে। শহরের প্রাণকেন্দ্রে খালে অপরিকল্পিত স্লুইজগেট ও খালের দুই পাড় অবৈধ দখলদারদের কবলে পড়ে খাল সংকুচিত হয়ে পড়ায় স্বাভাবিক জোয়ারের পানি বাধাগ্রস্থ হয়ে এ প্লাবনের সৃষ্ট হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার মানুষ দুর্ভোগের শিকার হলেও দেখার যেন কেউ নেই। জোয়ারের পানি সড়ক ডুবিয়ে ঢুকে পড়ছে বাসা বাড়িতে। হাটুরে মানুষজনের বাজারঘাট করা দু:সাধ্য । সেই সাথে দক্ষিণবন্দর এলাকার বাসিন্দা ও ব্যবসায়িরা চরম দুর্ভোগে রয়েছেন। প্রতিবছর বর্ষা মৌসুম জুড়ে এ দুরবস্থার শিকার প্রথম শ্রেণীর পৌরবাসি।

ভুক্তভোগীরা জানান, শহরের প্রাণকেন্দ্রের খাল থেকে জোয়ারের পানি হু হু করে ঢুকে পড়ছে। ফলে দক্ষিণবন্দর ব্রীজ থেকে গরুহাট সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক ৩-৪ ফুট পানিতে তলিয়ে যাচ্ছে। এতে ওই এলকার ৫ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর পানি ঢুকে পড়ছে। ওইসব প্রতিষ্ঠানের ব্যবসা কার্যক্রম বন্ধসহ মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ করেন, দণিবন্দর খালের মোহনায় পানি উন্নয়ন বোর্ড একটি অপরিকল্পিত ও অপরিসর স্লুইজগেট নির্মান করে। ওই স্লুইজগেটের পানি অপসারণের দরজা অতি ছোট হওয়ায় সেখান থেকে ঠিকমতো পানি অপসারিত হচ্ছে না। এছাড়া শহরের তিনদিকের খালের দুই পাড় প্রভাবশালীরা অবৈধ দখল করে শত শত পাকা স্থাপনা নির্মাণ করে খালটি সংকুচিত করেছে। এতে খালের পানির প্রবাহ বাাঁধাগ্রস্ত হচ্ছে। ফলে খাল উপচে পানি ডুবিয়ে দিচ্ছে সড়ক ও শহরের স্থাপনা।

স্থানীয় ব্যবসায়ী মো. বাদল হোসেন জানান, সংকুচিত খালের জোয়ারের পানি শহরের রাস্তা, দোকান ও বাসাবাড়িতে ঢুকে পড়ায় এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। ব্যবসায়ীদের মালামাল পানিতে নষ্ট হচ্ছে। সাপ্তাহিক হাটের দিনে মানুষের বাজারঘাট করা সম্ভব হচ্ছেনা।

এ ব্যাপারে মঠবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস ছালেক বলেন, শহরের ওই এলাকাটি অপেক্ষাকৃত নিচু। ওই পানির প্লাবনরোধে শহর রক্ষা বাঁধ ও সড়ক উঁচু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
জামান আবীর

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...