ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - তুষখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ

তুষখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ

মঠবাড়িয়া প্রতিনিধি > মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে স্থানীয় সাত হিন্দু পরিবারের কৃষি জমি দখলের অভিযোগে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে আজ সোমবার সকালে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে ইউপি সদস্য নুরুল ইসলাম নান্নার সভাপতিত্বে সমবেশে বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আশিষ বিশ্বাস, ইউপি সদস্য শরীফ মো. মোস্তফা, আ.লীড় নেতা এস.এম কামাল আহমেদ, হাসিবুর রহমান পঞ্চায়েত, হারুন-অর রশীদ, ও সমাজ সেবক জাকির হোসেন হাওলাদার প্রমুখ। সমাবেশে বক্তারা তুষখালী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে দায়ের করা মামলা ষড়যন্ত্রমূলক দাবি করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, গত ৩০ জুন স্থানীয় তুষখালী গ্রামের পরিমল হালদারের স্ত্রী হাসি রানী হালদার সাত হিন্দু পরবিারের কৃষিজমি দখল করে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মাছের ঘের নির্মানের অভিযোগ এনে চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, তার ছেলে শামীম হাওলাদার ও ইউপি সদস্য মনিরুল ইসলাম দুলালকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...