ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - আব্দুল মমিন উদ্দিন মাস্টার সাহিত্য পরিষদের দ্বিতীয় আড্ডা অনুষ্ঠিত

আব্দুল মমিন উদ্দিন মাস্টার সাহিত্য পরিষদের দ্বিতীয় আড্ডা অনুষ্ঠিত

মেহেদি হাসান (সাদা কাঁক)>জাগতিক এবং অদৃশ্য জগতের ভাবনার শৈল্পিক প্রকাশ হল সাহিত্য।শুক্রবার বৈশাখ মাসের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হল মমিন উদ্দিন মাষ্টার সাহিত্য পরিষদ – এর দ্বিতীয় সাহিত্য আড্ডা । মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই আয়োজনে সাহিত্য মনা তরুণরা অংশগ্রহণের মাধ্যমে বিষয় ভিক্তিক এ আড্ডাকে সফল করেন । এবারের আড্ডার বিষয় ছিল ” সাহিত্য এবং আমাদের প্রিয় সাহিত্য কর্ম ।”

আলোচনায় আড্ডার প্রথম বক্তা তাসিন তার বক্তব্যে বলেন, কথা সাহিত্যিক সেলিনা হোসেন রচিত “কাকতাড়ুয়া” উপন্যাসটি তার প্রিয় উপন্যাস।তিনি এ উপন্যাসের ভাষার প্রাঞ্জলতার কথা উল্লেখ করেন।

বক্তা নাইম লাবিন বিস্তৃত বক্তব্য শেষে তার প্রিয় সাহিত্য গ্রন্থের কথায় এ্যালেক্স রাদার ফোর্ড এর ‘মুঘল এম্পায়ার’ এবং ‘ব্রাদার্স এ্যাট ব্যটেল’ বইয়ের কথা বলেন।

বক্তা বলরাম দাস তার বক্তব্যে বাংলা সাহিত্যের প্রাচীন ইতিহাস তুলে ধরেন।তিনি বলেন সাহিত্য হচ্ছে মনের খোরাক।তিনি তার প্রিয় তালিকায় গোয়েন্দা ও রহস্য নিয়ে লেখা বই গুলোর কথা উল্লেখ করেন।সত্যজিৎ রায়ের ফেলুদা এবং হুমায়ুন আহম্মেদের মিসির আলি তার প্রিয় রহস্য চরিত্র বলে ব্যক্ত করেন।

এই আড্ডার অন্যতম ব্যক্তিত্ব সবুজ – গল্প , কবিতা , উপন্যাসের প্রতি তার অনিহার কথা প্রকাশ করেন।তিনি জানান , যুক্তিযুক্ত ও গবেষণা মূলক প্রবন্ধই তার প্রিয় সাহিত্য কর্ম ।

গত আড্ডায় নাম অপ্রকাশিত কে , এম লতিফ ইনষ্টিটিউশনের এবারের এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করা ছাত্র ও আমাদের প্রথম আড্ডার সেরা বক্তা অর্ঘ বলেন, সাহিত্য হল শিক্ষাক্রমের পাঠ্য পুস্তক নির্ভর গল্প , কবিতা , প্রবন্ধ। তিনি হুমায়ুন আহম্মেদের ‘নিয়তি’ গল্পের কথা বলেন এবং প্রমথ চৌধুরী তার প্রিয় প্রাবন্ধিক বলে উল্লেখ করেন।

আড্ডার উপস্থাপক মেহেদী হাসান বাবু তার বক্তব্যে বলেন, সাহিত্য হচ্ছে জগত এবং পর জগতের চিন্তা-চেতনা, অনুভূতি- উপলব্ধি ও সৌন্দর্যের শৈল্পিক প্রকাশ।রাজনৈতিক বিষয় সম্পর্কিত পুস্তক পাঠের আগ্রহের কথা তিনি জানান।তার প্রিয় গ্রন্থের তালিকায় গবেষক মহিউদ্দীন আহমেদের লেখা ‘জাসদের উত্থান পতনঃ অস্থির সময়ের রাজনীতি’ বইটির কথা উল্লেখ করেন।

এছাড়া এই আড্ডায় শেষের দিকে উপস্থিত হয়েছিলেন প্রিয় মুখ সাংবাদিক এস , এম আকাশ ।

আগামী সপ্তাহের বিষয় নির্ধারণ করা হয়েছে “বাংলা চলচ্চিত্রের বর্তমান রূপ।”

সংগঠনটির পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে এবং প্রতি শুক্রবারের নিয়মিত এই আড্ডায় সাহিত্য ও সংস্কৃতি মনা সবাইকে অংশগ্রহণ করতে বলা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...