ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - ধানীসাফায় গুলিবিদ্ধ হয়ে নিহত-৫, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

ধানীসাফায় গুলিবিদ্ধ হয়ে নিহত-৫, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

মেহেদি হাসান বাবু >

মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের সাফা কলেজ কেন্দ্রের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে র্যাব বিজিবির গুলিতে আ’লীগ প্রার্থীর সমর্থক ঘটনাস্থলেই ৩জন সহ ৫জন নিহত হয়েছে। এছাড়া ২০ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার (২২ মার্চ) রাতে ওই ইউনিয়নের সাপা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।পিরোজপুর জেলার পুলিশ সুপার ওয়ালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের সোহেল তালুকদার(২৫), শাহাদাৎ (৩৫),কামরুল (২৬)।গুরুতর আহত উপজেলার বুড়িরচর গ্রামের বেল্লাল (৩০), সোলায়মান(২৮) বরিশাল নেয়ার পথে মারা যায়।গুরুতর আহত মিশু, ইয়াসিন(২৬), রাজীব(২০)কে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।এছাড়া আহত অন্যান্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সাফা কলেজ কেন্দ্রে দায়িত্বরত ঢাকা ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী জিয়াউল বাসেত (সিনিয়র সহকারী সচিব) জানান, রাতে আ’লীগ প্রার্থীর সমর্থকরা ফলাফল পাল্টানোর জন্য আমাকে অবরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করলে আমি আইন শৃংখলা বাহিনীর সহযোগিতা চাই।এসময় অাইন শৃঙ্খলা বাহিনী সরে যেতে বললে তারা অবরোধ না সরিযে গাড়িতে হামলা চালায়৷তখন আইন শৃংখলা বাহিনী অবরোধকারীদের ছত্রভংঙ্গ করতে বাধ্য হয়ে গুলি চালায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তিনজন নিহত হন।বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন নিহত হন।আহত হন আরো অনেকেই। ম্যাজিস্ট্রেটের নির্দেশেই গুলি চালানো হয়েছে।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএস ফরিদ উদ্দিন জানিয়েছেন, ধানী সাফায় অাইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...