ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - বলেশ্বর নদ রক্ষনা বেক্ষন ও কঁচা নদীর ভাঙ্গন রোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বলেশ্বর নদ রক্ষনা বেক্ষন ও কঁচা নদীর ভাঙ্গন রোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

পিরোজপুর সংবাদদাতা > বলেশ্বর নদ রক্ষনা বেক্ষন এবং কঁচা নদীর ভাঙ্গন রোধ বিষয়ক ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি)সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকালে আরবিএফ কার্যালয়ে আর্টিকেল-১৯ এর সহায়তায় রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় শহরের বিশিস্ট নাগরিক-ব্যবসায়ি মো: কাজী ইমামুল হকের সভাপতিত্বে মুল বিষয় উপস্থাপন করেন রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না। তথ্য অধিকার আইনে পানি উন্নয়ন বোর্ড এবং পৌরসভার কাছে প্রশ্ন করে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানতে চাওয়া হয়েছে। নাগরিকদের এই এফজিডি নিসঃন্দেহে পিরোজপুরে বলেশ্বর নদ রক্ষনা বেক্ষন এবং কঁচা নদীর ভাঙ্গন রোধ বিষয়ক সুপারিশ তুলে ধরতে পেরেছে। গবেষনা কাজের অংশ হিসাবে আলোচকদের আলোচনা সন্নিবেশিত করে চুড়ান্ত পত্র তৈরী করা হবে। সভায় অন্যান্যের মধ্যে মতামত বক্তব্য রাখেন- সাংকৃতিক ব্যক্তিত্ব আঃ আলীম, শেখ এমদাদুল হক মিলু, জেলা নাটাবের যুগ্ন সম্পাদক শাহদাৎ হোসেন, উন্নয়ন কর্মী জাকির হাসান, শেখ মুরাদ প্রমুখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...