ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - স্বাধীনতার সুফল জনগণের মাঝে পৌঁছে দিতে হবে – আনোয়ার হোসেন মঞ্জু

স্বাধীনতার সুফল জনগণের মাঝে পৌঁছে দিতে হবে – আনোয়ার হোসেন মঞ্জু

ভান্ডারিয়া প্রতিনিধিঃ

পরিবেশ ও বন মন্ত্রী এবং জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বাংলাদেশে আমারা যদি কাজ না করতে পারি, মানুষের মুখে সমালোচনার পাত্র হই সেই স্বাধীনতা আমরা চাইনি। স্বাধীনতার সুফল জনগণের মাঝে পৌছে দিতে হবে, মানুষের উন্নয়নে কাজ করতে হবে।

পরিবেশ ও বন মন্ত্রী আজ বৃহস্পতিবার বিকালে পিরোজপুরের ভান্ডারিয়ার কলেমা চত্বরে বরিশাল – ঝালকাঠী-রাজাপুর- ভান্ডারিয়া- পিরোজপুর সড়কের (আর-৮৭০) ৪৬তম কিলোমিটারে পোনা নদীর উপর ১৯৯.৪০৮ মিঃ দীর্ঘ পিসি গার্ডার সেতুর নির্মাণ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত শেষে এসব বলেন।

উপজেলা জাতীয়পার্টি জেপির আহবায়ক মনিরুল হক মনির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সাংসদ একেএমএ আউয়াল এমপি, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, উপজেলা আ.লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার প্রমূখ। পরে ভিত্তি সেতুর প্রস্তর উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয় এবং ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল কুদ্দস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ট্ঙ্গুীপাড়া আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক এছাড়াও বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...