ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বামনায় পাঠ্যপুস্তক উৎসবে শিক্ষার্থীরা হাতে পেল উচ্ছাসের নতুন বই

বামনায় পাঠ্যপুস্তক উৎসবে শিক্ষার্থীরা হাতে পেল উচ্ছাসের নতুন বই

মনোতোষ হাওলাদার,বরগুনা প্রতিনিধি >
বরগুনার বামনায় ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা হাতে পেয়েছে নতুন পাঠ্যবই । উপজেলার প্রতিটি বিদ্যালয়ে বই উৎসব করে বিতরণ করা হয় নতুন বই। কোন কোন বিদ্যালয়ে ফুলের মোড়কে বইগুলো সাজিয়ে ছোট ছোট সোনামনিদের দেওয়া হয়। নতুন বই পেয়ে মহা খুশি বিদ্যালয় গুলোর শিক্ষার্থীরা। নতুন বই বুকে চেপে উচ্ছসিত শিশুরা বাড়ি ফেরে।
উপজেলা সদরের কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবের মাধ্যমে বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু ও সদ্য যোগদান করা উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, উপজেলার ৫৬টি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৫৫০৫০ টি, ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ে ৬০২০৫টি, ২৩টি মাদ্রাসায় ২৯৮৭০টি ইবতেদায়ি মাদ্রাসায় ৮৪৪০টি, ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে ৪০১০টি বই বিনামূল্যে বিতরণ করা হয়।
নতুন বই হাতে পাওয়া উপজেলার পূর্বসফিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী প্রতিভা মালাকর নতুন বই বুকে চেপে আনন্দে বলে, “ নতুন বইয়ের পেয়েছি খুব ভাল লাগছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয় ইংরেজী বছরের প্রথম দিনে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই পৌছে দিয়েছে। আমরা শিক্ষার্থীদের যথাসময়ে বইতুলে দিতে পেরেছি বলে আনন্দিত।
উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু বলেন, জননেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বছরের প্রথম দিনেই ছোট ছোট সোনামনিরা বিনামূল্যে ফুলে মোড়ানো নতুন বই পেয়েছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই বছরের প্রথম দিনে বই হাতে পাওয়া সম্ভব হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...