ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগারে কবি নাহিদা আশরাফীর ১০০ বই প্রদান

মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগারে কবি নাহিদা আশরাফীর ১০০ বই প্রদান

মেহেদী হাসান >

পিরোজপুরের মঠবাড়িযার শেরে বাংলা সাধারণ পাঠাগারকে সমৃদ্ধ করতে কবি নাহিদা আশরাফী ১০০ বই প্রদান করেছেন। আজ বুধবার সন্ধ্যায় শেরে বাংলা সাধারণত পাঠাগারে পৌঁছলো কবি নাহিদা আশরাফীর পাঠানো ১০০ বই । পাঠাগারের পক্ষে বই গুলো গ্রহণ করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও লেখক নূর হোসাইন মোল্লা । এসময় মুক্তিযোদ্ধা পরিমল হালদার , তরুণ কবি মেহেদী হাসান, পাঠাগার আন্দোলনের কর্মী আব্দুর রহমান রাব্বি, সজীব মিত্র, সাইফুল ইসলাম, কামরুল হাসান লিটন উপস্থিত ছিলেন।15645563_821933624615210_636751085_n

মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগার অব্যবস্থাপনার কবলে পড়ে পাঠাগারটি পাঠক শুণ্য হয়ে এটি স্থবির হয়ে পড়ে। সম্প্রতি মঠবাড়িয়ার কতিপয় উদ্যমী তরুণ মিলে মঠবাড়িয়া পাঠাগার আন্দোলন নামে অনলাইনে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলেন। পাঠক বিহীন পাঠাগারটি চালু করতে পাঠাগার আন্দোলনের কর্মীরা প্রশাসনের কাছে দাবি জানালে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম ফরিদ উদ্দিন পাঠাগারটি সচল করতে উদ্যোগ নেন। গত ১৬ ডিসেম্বর পাঠাগারটি আনুষ্ঠানিকভাবে নতুন করে যাত্রা শুরু করে। মহান বিজয় দিবসে পাঠাগারটির পাঠচক্র উদ্বোধন করা হয়। বর্তমানে পাঠাগারে বইপ্রেমী উদ্যোক্তা মানুষের নিকট হতে বই সংগ্রহের কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে কবি নাহিদা আশরাফী সাড়া দেন। তিনি ১০০ বই পাঠাগারের জন্য ডাকযোগে পাঠান। তার এমন মহতী উদ্যোগের জন্য পাঠাগার কর্তৃপক্ষ ও পাঠাগার আন্দোলনের কর্মীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।15644813_822057664602806_1056940856_n

উল্লেখ্য কবি নাহিদা আশরাফী পেশায় একজন শিক্ষক। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে এমএ পাস করেন। স্কুল জীবন থেকেই লেখালেখি করছেন এবং কবিতা আবৃত্তি ও লিখে ছোটবেলা থেকে নানা পুরস্কারও অর্জন করেন। তিনি বর্তমানে কানাডিয়ান লাইফস্টাইল ম্যাগাজিন নন্দিনী’র সম্পাদক।

উল্লেখ্য পাঠাগারে সংরক্ষণের জন্য উদ্যোক্তা যে কেউ “ডাকযোগে বা কুরিয়ারে পাঠাগারের জন্য বই পাঠাতে চাইলে এই ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো — মো. রাসেল সবুজ, শের-এ-বাংলা সাধারন পাঠাগার, মঠবাড়িয়া, পিরোজপুর। ফোনঃ 01711439608।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...