ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - জিয়ানগরে বিজয় দিবসে সাঈদী পুত্র বিতর্ক : ইউএনও স্ট্যান্ড রিলিজ

জিয়ানগরে বিজয় দিবসে সাঈদী পুত্র বিতর্ক : ইউএনও স্ট্যান্ড রিলিজ

 

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বাচ্চুকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষনিক বদলী ) করা হয়েছে। বুধবার তাকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষনিক বদলী ) হয়েছে বলে নিশ্চিত করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক। আজ বুধবার পিরোজপুর জিয়ানগর থেকে বরগুনার বামনা উপজেলায় তাকে তাৎক্ষনিক বদলী করা। তবে কি কারনে এই বদলী হয়েছে সে বিষয়ে কিছুই বলেন নি পিরোজপুরের জেলা প্রশাসক খায়রুল আলম সেখ ।
প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবসের প্যারেডে সালাম গ্রহণ ও মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা এবং পুরষ্কার তুলে দেন মানবতা অপরাধীর অপরাধে দন্ডীত দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী । এ সময় বিজয় দিবসের প্যারেডে সালাম গ্রহণ মঞ্চে উপস্থিত জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীর পাশেই দাঁড়িয়ে ছিলেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো: মিজানুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বাচ্চু এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট মতিউর রহমান । এ ছবি মাসুদ সাঈদী তার ফেইসবুক আইডির টাইম লাইনে পোষ্ট দিয়ে মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেএ ছবি ও মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিজয় দিবসের অনুষ্ঠানে যুদ্ধাপরাধীপুত্রের অতিথি হওয়া ও মুক্তিযোদ্ধাদের হাতে পুরষ্কার তুলে দেওয়াকে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধকে অপমান বলে আখ্যায়িত করেছেন সমালোচনাকারীরা। এ ঘটনার দুই দিন পরে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো: মিজানুল হককে ক্লোজ করা হয়। বুধবার জিয়ানগর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বাচ্চুকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষনিক বদলী ) করা হয়েছে।
তবে স্থানীয় ও সংশ্লিষ্টদের ধারনা এ সব কারণেই জিয়ানগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বাচ্চু কে বদলী করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...