ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - জিয়ানগরে বিজয় দিবসে মাসুদ সাঈদী বিতর্ক : সংবাদ সম্মেলনে জাতির কাছে ক্ষমা চাইলেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার

জিয়ানগরে বিজয় দিবসে মাসুদ সাঈদী বিতর্ক : সংবাদ সম্মেলনে জাতির কাছে ক্ষমা চাইলেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার

খালিদ আবু,পিরোজপুর >
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলা প্রশাসন কর্তৃক কর্মসূচিতে সাঈদী পুত্র মাসুদ সাঈদীর বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় পিরোজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু যুদ্ধাপরাধী সাজাপ্রাপ্ত আসামী দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর কাছ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা গ্রহন বিষয়ে তিনি জাতি ও সাংবাদিকদের কাছে তাছে ক্ষমা চান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিয়ানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট মতিউর রহমান।

লিখিত বক্তব্যে তিনি জানান, মহান বিজয় দিবসে জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার, ইন্দুরকানী থানার ওসি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জিয়ানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং উপজেলা নির্বাহী অফিসার উদ্বোধনী ভাষন দেন। পতাকা উত্তোলন শেষে পায়রা উড়ানোর সময় পিছন থেকে হঠাৎ করে মাসুদ সাঈদী মঞ্চে ওঠেন। পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে পুরস্কার বিতরণের সময় পুরস্কার দিতে চেষ্টা করেন। যা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মনির বাধাদেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন,মাসুদ সাঈদী পূর্বপরিকল্পিত ভাবে ও উদ্দেশ্য প্রণোদিত ও ইচ্ছাকৃত ভাবে অনাকাংখিত ঘটনার সৃষ্টি করে কিছু ছবি সংগ্রহ করিয়া ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তার নিজের মোবাইলের ছবি ফেসবুকে স্টাটাস প্রদান করে। তার এহেন ঘৃনিত ও নিন্দিত অপকর্মের জন্য উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও সহোযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানান। এক প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মনির বলেন, জিয়ানগর উপজেলা পিরোজপুর-১ আসন থেকে কেটে নিয়ে পিরোজপুর-২ আসনে নেয়ার পর বর্তমান সরকারের বন ও পরিবেশ মন্ত্রীর ছত্রছায়ায় স্বাধীনতা বিরোধী ও বিভিন্ন হত্যা মামলার আসামীরা এহেন কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এমনকি যুবলীগ নেতা স্বপন শীল হত্যা কান্ডের ১নং আসামী জেপির সদস্য হয়ে এলাকায় চলাফেরা করছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহীন গাজী, মুক্তিযোদ্ধা রুহুল আমিন নবীব, সাঈদীর মামলার বাদী ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহাবুব আলম তালুকদার সহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...