ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - আজকের মঠবাড়িয়া :অগ্রযাত্রার ১ বছর

আজকের মঠবাড়িয়া :অগ্রযাত্রার ১ বছর

মেহেদী হাসান বাবু >

সমাজ ভাবনা থেকে নানা সৃজনশীল কাজ পেয়ে বসে । প্রথমে আমরা কয়েকজন মিলেই ভাবতে থাকি। সমমনা হলে ভাবনাগুলো গতি পায়। একটা পরিকল্পনা পর একটা কাজ শুরু হয়ে যায়। গত ২০১৫ সালের বিজয় দিবসে সত্য প্রচারে সোচ্চার এ বক্তব্য নিয়ে আজকের মঠবাড়িয়া অনলাইন পত্রিকা প্রকাশের কাজটা শুরু করে দিলাম আমরা সমমনা কয়েকজন মিলে। আলী রেজা রায়হান ওয়েব সাইট নির্মাণ করে দিলে ২০১৫ সালের বিজয় দিবস থেকে আজকের মঠবাড়িয়া অনলাইন পত্রিকায় নিউজ, ফিচার আর ছবি আপল্ডো হতে থাকে। বিজয় দিবসে আজকের মঠবাড়িয়ার অনলাইনে মাত্র দুটি লেখা দিয়ে এ অনলাইনের যাত্রা শুরু হয়। পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে জাতীয় পতাকার ইতিহাস আর নির্বাহী সম্পাদক রাসেল সবুজের মুখে দেশ প্রেম, অন্তরে বিদেশী সংস্কৃতি লালন। এ দুটো লেখা দিয়েই মহান বিজয় দিবসে আজকের মঠবাড়িয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আর অভিনেতা সাইক নাজাত ও আজিজুল হক তানভীর আজকের মঠবাড়িয়ার সাথে যুক্ত হয়ে আজকের মঠবাড়িয়া সমৃদ্ধির দিকে এগিয়ে যায়। আমরা মানে পত্রিকাটির এ কয়জন উদ্যোক্তা কেউ আসলে সাংবাদিক ছিলাম না ফলে নানামুখি সমস্যায় পড়তে হয়। নিয়মিত সংবাদ সংগ্রহ করতে না পারা আর সেই সাথে অনলাইনটিকে নিয়মিত করার ক্ষেত্রেও ছিল নানা জটিলতা। এজন্য মঠবাড়িয়ার বেশ কয়েকজন সাংবাদিকের কাছে আমরা কৃতজ্ঞ । বিশেষ করে সাংবাদিক এসএম আকাশ, রফিকুজ্জামান আবীরসহ মঠবাড়িয়ার বেশ কয়েকজন গুণি সাংবাদিকের পরামর্শ ও্র তথ্য সহায়তা যুক্ত হলে অনলাইনটি মাত্র দুই মাসের মাথায় গতি সঞ্চার ঘটে। তারপর চলমান ঘটনাবলীর পাশাপশি অউপকূলের জনজীবন, ইতিহাস-ঐতিহ্য আর আমাদের পরিবেশ ও প্রাণ প্রকৃতির নানা বিশ্লেষনধর্মী প্রতিবেদনও প্রকাশ পেতে শুরু করে।

নানা লড়াই আর সংগ্রামের মধ্য দিয়ে চরম একটা বিপন্ন সময় পার করতে হয়। তবু আজকের মঠবাড়িয়া এগিয়ে যায়। আমরা আমাদের অনলাইনে পরামর্শদাতা হিসেবে সাংবাদিক দেবদাস মজুমদারকে অনুরোধ করি। তিনি সাড়া দিলে আজকের মঠবাড়িয়া হয়ে ওঠে অন্যধারার এক অনলাইন । এই এক বছরে আমাদের ভিজিটর সংখ্যা লক্ষাধিক ছড়িয়ে যায়। এই অর্জণ একবছরে আমাদের আশাবাদি করে তোলে। প্রিয় পাঠকের পরামর্শ ও সহযোগিতায় আজ মহান বিজয় দিবসে এক বছর পার করল।15577451_1017942881650741_804046489_n

এই অগ্রযাত্রা অব্যহত রাখাতে আমাদের দৃঢ মনোবল আর সাহসী করে তোলে। আমাদের অংখ্য প্রতিবেদনে জন উন্নয়ন ও দুর্দশাগ্রস্ত মানুষের মুখে হাসি ফুটিয়েছে। সেসব উদ্যোগের খবর আপনারা নিশ্চয়ই আমাদের সাইটে নিয়মিত পড়ে আসছেন। এই অগ্রযাত্রায় প্রিয় পাঠক ও শুভানুধ্যায়িদের অবদান আমরা বিনয়ের সাথে স্বীকার করছি। তাই আজ আজকের মঠবাড়িয়ার প্রথম বর্ষপূর্তিতে প্রিয় পাঠক, প্রদায়ক ও শুভানুধ্যায়িদের জানাই অশেষ কৃতজ্ঞতা ও বিজয়ের শুভেচ্ছা । আপানাদের পরামর্শ ও সহযোগিতা কামনা করছি ।

মেহেদী হাসান বাবু

সম্পাদক ও প্রকাশক আজকের মঠবাড়িয়া

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...