ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বাংলাদেশ হবে জঙ্গিমুক্ত ও শান্তিপূর্ন দেশ – ছারছীনায় স্বরাষ্ট্র মন্ত্রী

বাংলাদেশ হবে জঙ্গিমুক্ত ও শান্তিপূর্ন দেশ – ছারছীনায় স্বরাষ্ট্র মন্ত্রী

মো. খালিদ আবু,পিরোজপুর >
পিরোজপুরের স্বরূপকাঠীর ছারছীনা দরবার শরিফ এর ১২৬তম বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিল বুধবার আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়।
আখেরী মোনাজাত পূর্বক্ষনে প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রী মোঃ আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আল্লাহতায়ালা বলেছেন যেখানে লাখো মুসল্লিদের ঢল নামে মহান আল্লাহর কাছে দু‘হাত দুলে মোনাজাত করে, আল্লাহ তাদের দোয়া কবুল করেন। সুতারাং আমি আপনাদের কাছে পীর ছাহেব কেবলা হুজুরের মাধ্যমে দোয়া চাইবো বাংলাদেশ যেন জঙ্গিমুক্ত শান্তিপূর্ন দেশ থাকে। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, দেশে শান্তি বিনষ্টকারি দুষ্ট লোকদের যেন কঠোরহস্তে দমন করতে পারেন। প্রধান মন্ত্রীর জন্য দেশবাসী সবাই দোয়া করবেন। প্রধান মন্ত্রী সকালে উঠে ফজর নামাজ আদায় করে পবিত্র কোরান তেলওয়াত করে দিনের কাজকর্ম শুরু করেন। তিনি একজন অত্যন্ত ধর্মপরায়ন ও শান্তিকামি মানুষ। আল্লাহতায়ালা তার যেন হায়াত দারাস করেন।
এ সময় বরিশাল রেঞ্জের ডি,আই,জি শাহ মোহাম্মদ মারুফ হাসান এক সংক্ষিপ্ত বক্ত্যব্যে বলেন, যেকোন মূল্যে জনগনের সহযোগীতায় বরিশাল জঙ্গিমুক্ত থাকবে।

ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব শাহ মো. মহিবুল্লাহ মাহফিল ময়দানে উপস্থিত ভক্ত ও মুরিদানদের উদ্দেশে বলেন, আপনার সন্তানকে হক্কানি আলেম বানাতে দ্বিনীয়া মাদ্রাসার কোন বিকল্প নেই। তাই সন্তানকে দ্বিনী শিক্ষায় শিক্ষা দান করতে হলে দ্বিনীয়া মাদ্রাসায় পড়াবেন। এসময়, তিনি(পীর ছাহেব) ছারছীনার অনুসারি সামর্থ্যবান ভক্ত মুরিদানদের নিজ নিজ এলাকায় দ্বিনীয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে আহবান জানান। পীর ছাহেব মুরিদানদের আরো বলেন, আপনারা মুখে দাড়িসমেত সর্বদা গোল পাঞ্জাবী, পাজামা, মাথায় গোল টুপি পরবেন। নবী রাসূলের সুন্নাত পালন করবেন। ছারছীনা দরবার নবী রাসূলের সুন্নতের তরীকায় দাদা হুজুরের আদর্শে পরিচালিত। পীর ছাহেব ভক্তদের সর্তক করে বলেন, খেয়াল রাখবেন, কেহ যদি ছারছীনা দরবার থেকে বের হয়ে অন্যকোন দলে নিয্ক্তু হয়ে কিছু করে সে দায়ভার ছারছীনার নয়। সে ব্যক্তি ছারছীনার মুরিদ হতে পারেনা। একদল লোক মানুষকে ভুল বুঝিয়ে ঈমানহারা করবার জন্য সর্বদা তৎপর রয়েছে; তাদের থেকে দূর থাকবেন।
তিন দিন ব্যাপী চলা ঈছালে ছওয়াব মাহফিলে শেষ দিন আখেরী মোনাজাতে মঞ্চে মেহমান হিসাবে আরো উপস্থি ছিলেন, পিরোজপুর-১ আসনের সাংসদ একেএমএ আউয়াল, বরিশাল-২ আসনের সাংসদ তালুকদার মোহাম্মদ ইউনুছ, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ গাউস, পিরোজপুর পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন, আমীন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এনামুল হক, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, স্বরূপকাঠি পৌর মেয়র মোঃ গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম তালুকদার, নেছারাবাদ অফিসার ইন চার্জ মোঃ মনিরুল ইসলামসহ প্রশানের বিভিন্ন কর্র্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ছারছীনা শরীফের তিন দিন ব্যাপী চলা মাহফিলের আখেরী মোনাজাতে দ্বিনদার ও ধর্মপ্রান মুসল্লিদের যেন ঢল নেমেছিল। প্রায় আধাঘন্টাব্যাপী পীর ছাহেব হুজুর পরিচালিত আখেরী মোনাজাতের পূর্বক্ষন পর্যন্ত মাহফিল ময়দানসহ গোটা উপজেলার সদরের রাস্তাঘাট, পথে প্রান্তরে কোথাও যেন তিল ধারনের জায়গা ছিলনা। মোনাজাতে আমীন আমীন ধ্বনি ও মুসল্লিদের কান্নার রোলে যেন ভারাক্রান্ত হয়ে উঠছিল আকাশ বাতাস। মোনাজাতে দেশ,জাতি ও বিশেষ করে বিশ্বের বিপদগ্রস্থ মুসলিম উম্মাহর জন্য মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...