ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে দরিদ্র ও মেধাবী এস এস সি পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

পিরোজপুরে দরিদ্র ও মেধাবী এস এস সি পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরে দরিদ্র ও মেধাবী এস এস সি পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ।

আজ রবিবার বিকালে বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ কার্যালয়ে শহরের ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬ জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের তাদের এস এস সি পরীক্ষার ফরম পূরণের জন্য এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে অনুদানের টাকা তুলে দেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি বিভাগের উপ পরিচালক আবুল হোসেন, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম রায় চৌধুরী, ব্যবসায়ী আফজাল হোসেন লাভলু, সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম বাদশা, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ। ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬ জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের তাদের এস এস সি পরীক্ষার ফরম ফিলাপের জন্য প্রত্যেককে ১ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...