ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়াকে জেলা গঠন উপকূলের উন্নয়ন

মঠবাড়িয়াকে জেলা গঠন উপকূলের উন্নয়ন

মো. আলমগীর হোসেন খান >

মঠবাড়িয়া উপজেলা ১১ টি ইউনিয়ন ও ১টি প্রথম শ্রেনীর পৌরসভা নিয়ে গঠিত| পৌর শহর এবং শহরতলীতে হাজার হাজার পরিবার তাদের সন্তানদের মান সম্মত শিক্ষাদানের জন্য বাড়ি করে বসত করছেন কিংবা জমি কিনে বাড়ি নির্মানের পরিকল্পনা করছেন| ফলে মঠবাড়িয়া প্রতিযোগিতামূলক আবাসিক শহরে পরিনত হয়েছে| যা অনেক জেলা শহরকে হার মানিয়েছে। অথচ উপজেলা শহর থাকার কারনে রাস্তা খুব একটা উন্নত হতে পারেনি। ঠিক এ উপজেলা শহরটিই যখন জেলা শহরে পরিনত হবে তখন জেলা শহরের সাথে পাথরঘাটা, বামনা, ভান্ডারিয়া, কাঠালিয়া ও প্রস্তাবিত মিরুখালী উপজেলা (দাউদখালী, তুষখালী, ধানীশাফা, পাটিখালঘাটা, তেলিখালী, ইকড়ি ও মিরূখালী ইউনিয়ন মিলে) এর যোগাযোগ ব্যবস্হা উন্নত হবে | জেলা শহর থেকে বিভাগীয় ও রাজধানী শহরের রাস্তা মহাসড়কে পরিনত হবে| জেলা ওয়ারী উন্নয়ন বরাদ্দ আমাদের মঠবাড়িয়া জেলায় আসবে| উন্নয়ন হবে রাতা-রাতি সারা জেলা ব্যাপী| ১৮৫৯ সালে বৃটিশ শাসন আমলে মঠবাড়িয়া থানা গঠিত হয়েছিল বিষখালী ও বলেশ্বর নদীর মধ্যবর্তী ভূ-ভাগ নিয়ে| যার আওতায় ছিল মঠবাড়িয়া, ভান্ডারিয়া, বামনা, পাথরঘাটা ও কাঠালিয়া উপজেলার ভূ-ভাগ| আমাদের এ অঞ্চলের মানুষের বৈশিষ্ট্য, সংস্কৃতি, আচার-আচরণ, সামাজিকতা, ধর্মীয় আচার-অনুষ্ঠান একই প্রকৃতির| আবার আমরা মিলিত হতে চাই একই স্রোতে মঠবাড়িয়াকে জেলায় পরিনত করে, মিলে যেতে চাই একই পরিবারের সদস্য হিসেবে| মনন, চিন্তা ও কল্পনায় আপন আলয়ে একত্রিত হতে চাই আমরা।images

লেখক > অধ্যক্ষ, মিরুখালী স্কুল এন্ড কলেজ

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...