ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ভোট কেন্দ্রে প্রতিদ্বন্দীর সম্প্রীতি

ভোট কেন্দ্রে প্রতিদ্বন্দীর সম্প্রীতি

দেবদাস মজুমদার >

পিরোজপুরের মঠবাড়িয়ার ধানীসাফায় গত ২২ মার্চ প্রথম ধাপের ইউপি নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ৫জন আ’লীগ সমর্থক নিহত হয়েছিল। ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ২৩ নম্বর উত্তর পাতাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণে বিশৃংখলা সৃষ্টি হলে প্রশাসন ওই কেন্দ্রর ভোট গ্রহণ স্থগিত করে। আজ সোমবার ওই কেন্দ্রে পূনরায় শান্তি পূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফার এ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগ মনোনীত প্রার্থী হারুন অর রশীদ তালুকদার( নৌকা প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম( চশমা প্রতীক) নির্বাচনী মাঠে একে অপরের প্রতিদ্বন্দী হয়ে ভোটযুদ্ধে সরব ছিলেন। pata kata-1

আজ সোমবার ওই কেন্দ্র ভোট চলাকালীন সময়ে প্রতিদ্বন্দী দুই প্রার্থী ভোট কেন্দ্রের আশপাশে অবস্থান করছিলেন। দুপুরের দিকে প্রতিদ্বন্দী ভোট কেন্দ্রর সামনে মুখোমুখি হলে একে অপরের কাধে হাত দিয়ে উষ্ণ আনন্তরিকতা প্রকাশ করেন।

দুই প্রতিদ্বন্দীর এমন আন্তরিকতা ভোট কেন্দ্রের সামনে থাকা ভোটারদের মাঝে কিছুটা সময় হলেও আনন্দের সৃষ্টি করে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...