ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া পৌর শহরে সওজের বেহাল রাস্তা দ্রুত সংস্কারের দাবি ও রাস্তা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পৌর মেয়রের সংবাদ সম্মেলন

মঠবাড়িয়া পৌর শহরে সওজের বেহাল রাস্তা দ্রুত সংস্কারের দাবি ও রাস্তা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পৌর মেয়রের সংবাদ সম্মেলন

 

মঠবাড়িয়া প্রতিনিধি <>

পিরোজপুরের মঠবাড়িয়া প্রথম শ্রেণীর পৌর শহরের সওজের ১ হাজার ৬৬০ মিটার বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবি ও ওই সড়কের দুরাবস্থার জন্য পৌর কর্তৃপক্ষকে দায়ি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও জনমনে বিভ্রন্তি ছড়ানোর প্রতিবাদে পৌর মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস সংবাদ সম্মেলন করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে পৌর ভবনের সভা কক্ষে এ সংবাদ সম্মেলনে পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে পৌর মেয়র বলেন, প্রথম শ্রেণীর মঠবাড়িয়া পৌরসভাধীন বহেরাতলা বেইলী সেতু থেকে পাথরঘাটা বাস স্ট্যান্ড পর্যন্ত ১ হাজার ৬৬০ মিটার রাস্তা সওজ এর আওতাধিন। চরখালী-পাথরঘাটা সড়ক প্রশস্তকরণ ও কার্পেটিংয়ের কাজ শুরু হওয়ার পর বিভিন্ন সময় সওজ এর কর্মকর্তারা চলমান কাজ পরিদর্শন কালে পৌর শহরের সড়কে জলাবদ্ধতা সৃষ্টির আশংঙ্কা প্রকাশ করেন। যে কারনে প্রায় ৮ মাস আগে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশক্রমে কার্পেটিংয়ের নকশা পরিবর্তণ করে আরসিসি ঢালাই রাস্তা করার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যা সওজের আওতাধিন। ওই সড়কটি ইতোমধ্যে অনুমোদন হয়েছে এবং চলতি বছরের মধ্যে কাজ সমাপ্ত হবে।
পৌর মেয়র তার বক্তব্যে অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল এ সড়কটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি এ অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বেহাল সড়ক দিয়ে চলাচলে জনসাধারণের সাময়িক দুর্ভোগের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্যালেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক মো. অজিজুল হক সেলিম মাতুব্বর, পৌর সচিব হারুণ অর রশিদ, প্রকৌশলী আবু সালেক সহ সকল কাউন্সিলর ও সুধী সমাজের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, চরখালী-পাথরঘাটা মহাসড়কের মঠবাড়িয়া প্রথম শ্রেণীর পৌরসভার ভেতর ১ হাজার ৬৬০ মিটার রাস্তাটি একটি ব্যস্ততম সড়ক। একনেকে অনুমোদিত প্রকল্পে এ মহাসড়কের উন্নয়ন কাজ শেষ হলেও কেবল মঠবাড়িয়া পৌরসভার ভেতর রাস্তার ওই অংশটুক গত ১০ বছর ধরে চরম বেহাল অবস্থা বিরাজ করছে। মঠবাড়িয়া-চরখালী মহাসড়ক উন্নয়নের চলমান কাজের সাথে পৌরসভার ওই অংশটুকুর রাস্তার সংস্কার হওয়ার কথা ছিল। পরে ওই রাস্তাটুকু স্থানীয় সংসদ সদস্যের সুপরীশক্রমে আরসিসি ঢালাই রাস্তা করার নকশা পরিবর্তন হয়। ফলে শহরের ব্যস্ততম রাস্তাটির উন্নয়ন কাজ স্থবির হয়ে পড়ে। এতে পৌরবাসি চরম দুর্ভোগের মধ্যে পড়ে জনমনে ক্ণোভের সৃষ্টি হয়। পৌর কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে রাস্তাটির উন্নয়ন স্থবিরতার ব্যাখ্যা দেন ও দ্রুত সংস্কারের জন্য সওজের কাছে দাবি জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...