ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন আগামী ১৮জুন

মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন আগামী ১৮জুন

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৮ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী সহিংসতায় চতুর্থ ধাপের নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

অবশেষে আগামী ১৮ জুন মঙ্গলবার মঠবাড়িয়া উপজেলায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন পরিচালনা এর উপসচিব মো.আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক পত্রে তথ্য জানাগেছে।

উল্লেখ্য, গত ৩১মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠেয় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে দাঙ্গায় নির্বাচনী শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কারণে ২৮ মার্চ নির্বাচন সাময়িক স্থগিতাদেশ দেয় নির্বাচন কমিশন।

অপরদিকে পুলিশ হেডকোয়ার্টারের এক চিঠিতে মঠবাড়িয়া উপজেলায় চলমান কয়েকটি সহিংস ঘটনা, হত্যা হামলামামলার ঘটনায় তৎকালীন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ সালাম কবির মঠবাড়িয়া থানার ওসি এমআর শওকত আনোয়ারকে প্রত্যাহার করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...