ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রতিবাদে স্মারকলিপি প্রদান

পিরোজপুরে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রতিবাদে স্মারকলিপি প্রদান

 

পিরোজপুর প্রতিনিধি >>
সরকার ঘোষিত ২০ মে থেকে ২৩ জুন পর্যন্ত সাধারণ জেলেদের মাছ ধরা নিষেধ আইন বাতিলের দাবীতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছে পিরোজপুর জেলা মৎস্য ট্রলার মালিক কল্যান সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি কমল কৃষ্ণ দাস, মৎস্যজীবী লীগের সভাপতি বিমল কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, বাজার মাছ ব্যাবসায়ী সমিতির সভাপতি মো. কালাম শেখ, আ. মান্নান হাওলাদার, ইন্দুরকানীর আ. হামিদ জোমাদ্দার, দফতর সম্পাদক আবু সাফায়েৎ প্রমুখ।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি কমল কৃষ্ণ দাস ও মৎস্যজীবী লীগের সভাপতি বিমল কৃষ্ণ দাস জানান, বছরের বেশির ভাগ সময়ই নদী ও সাগরে মাছ ধরা নিষিদ্ধ ঘোষনা করে সরকার। এতে করে গরীব জেলেরা তাদের স্ত্রী সন্তানদের নিয়ে না খেয়ে দিন কাটাতে হয়। বাধ্য হয়ে তারা অবৈধ ও অন্যায় কাজে জড়িয়ে পরে। কাজেই শুধু মাত্র ডিম পাড়া মৌসুম ব্যাতিত অন্য সময় এই নিষেধ আইন বাতিলের জন্য সরকারের প্রতি তারা দাবী জানান। সাগরে বড় বড় জাহাজ দিয়ে নির্বিচারে রেনুপোনা নিধন করা হয়, অথচ ছোট ট্রলার দিয়ে মাছ ধরলে শুধু মাত্র বড় মাছই ধরা পড়ে। তাই সবার এবং সাধারণ জেলেদের ক্ষেত্রে এই নিষেধ আইন বাতিল করে বড় জাহাজ-ট্রলারের ওপর কার্যকরার দাবী জানান। তারা বলেন অবিলম্বে এই আইন বাতিল না হলে বড় ধরনের কর্মসুচী দিয়ে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...