ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া-শরণখোলা বলেশ্বর নদে ফেরী চালুর দাবি

মঠবাড়িয়া-শরণখোলা বলেশ্বর নদে ফেরী চালুর দাবি

মাননীয় সচিব
নৌ-পরিবহণ মন্ত্রনালয়
বাংলাদেশ সচিবালয়,ঢাকা-১০০০।

বিষয়ঃ পিরোজপুর জেলার মঠবাড়িয়া এবং বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার মধ্যবর্তী বলেশ্বর নদীতে বড়মাছুয়া-রায়েন্দা পয়েন্টে ফেরী চালু করণের অাবেদন।

মহাত্মন,
সম্মান জ্ঞাপন পূর্বক উপর্যুক্ত বিষয়ে অাপনাকে বিনীতভাবে জানানো যাচ্ছে যে,পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা এবং বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার মধ্যবর্তী প্রায় ৩ কিলোমিটার প্রশস্ত বলেশ্বর নদীতে বড়মাছুয়া-রায়েন্দা পয়েন্টে জনস্বার্থে একটি ফেরী চালু করা একান্ত অাবশ্যক।এ পয়েন্ট দিয়ে প্রত্যহ ট্রলারে হাজার হাজার লোক নদী পারাপার হচ্ছে। মঠবাড়িয়া দক্ষিণাঞ্চলের বৃহত্তম ব্যবসা কেন্দ্র হওয়ায় শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলার দক্ষিনাংশের শত শত লোক ব্যবসায়িক ও পারিবারিক পন্য সামগ্রী ক্রয়-বিক্রয়ের জন্যে প্রতি নিয়ত মঠবাড়িয়া চলাচল করছে। কিন্তু সমস্যা হচ্ছে বলেশ্বর নদীটি।মাঝে মাঝে দূর্ঘটনা ঘটে। তাতে যানমালের ক্ষতি হয়।এখানে একটি ফেরী চালু করা হলে পটুয়াখালী জেলার দক্ষিনাংশের এবং বরগুনা জেলার জনগণ কম সময়ের মধ্যে সুন্দরবন, বাগেরহাট,মংলা সমুদ্র বন্দর, খুলনা ও বেনাপোল স্থল বন্দরের সাথে যোগাযোগ করতে পারবে।উল্লেখ্য, এ ব্যপারে ১৩/১১/২০১৬ তারিখে অভ্যন্তরীন নৌ-পরিবহন সংস্থার চেয়ারম্যান বরাবরে অাবেদন করা হয়েছিল।কিন্তু তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি।

এ অবস্থায়,মহাত্মন সমীপে অামার বিনীত অাবেদন জনস্বার্থে বলেশ্বর নদীর বড়মাছুয়া-রায়েন্দা পয়েন্টে একটি ফেরী দ্রুত চালুকরণের ব্যবস্থা গ্রহণে অাপনার সদয় মর্জি হয়।

জনসাধারণের পক্ষে
নূর হোসাইন মোল্লা
মঠবাড়িয়া,পিরোজপুর।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...