ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিক নীতিমালা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিক নীতিমালা

একাদশ জাতয়ি সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। এজন্য ভোট কেন্দ্রের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যম কর্মীদের নির্বাচন কমিশন হতে বিশেষ সাংবাদিক কার্ড সরবরাহ করা হবে। রিটার্ণিং অফিসারগণ সংশ্লিষ্ট এলাকার সাংবাদিকদের বিশেষ কার্ড ইস্যু করবেন।
সাংবাদিক ও পর্যবেক্ষকগণ নির্বাচন কমিশন হতে অনুমোদিত ও অনুমোদন সূচক ষ্টিকার যুক্ত যানবাহন ব্যাবহার করতে পারবেন। তবে কোন মোটরসাইকেলের জন্য কোন ষ্টিকার ইস্যু করা হবেনা।

বাংলাদেশ নির্বাচন কমিশন এর জনসংযোগ অধি শাখা হতে যগ্মসচিব জনসংযোগ মো. আসাদুজ্জামান সাক্ষরিত এক আদেশ

ভোট কেন্দ্রে সাংবাদিকদের যেসব নীতিমালা মেনে চলতে হবে-

. নির্বাচন কমিশন হতে প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ভোট কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করে তথ্য সংগ্রহ, ছবি তোলা ও ভিডিও ধারন করতে পারবেন। তবে কোনক্রমেই গোপন কক্ষের ছবি বা ভিডিও ধারণ করতে পারবেন না।

. একই সাথে একাধিক মিডয়ার সাংবাদিক একই ভোট কক্ষে প্রবেশ করতে পারবেন না।

. ভোট কক্ষের ভিতর হতে সরাসরি কোন সম্প্রচার করা যাবেনা।

. তবে ভোট কক্ষ হতে নিরাপদ দূরত্বে গিয়ে সম্প্রচার করা যাবে তবে তা যেন কোন ক্রমে ভোট কার্যক্রম বাঁধাগ্রস্ত করা যাবেনা।

. সাংবাদিকগণ ভোট গণনা কার্যক্রম দেখতে পারবেন তবে সরাসরি তা সম্প্রচার করতে পারবেন না।

. ভোটগ্রহণ কার্যক্রম ব্যাহত হয় এমন সকল কাজ হতে বিরত থাকতে হবে।

. ভোট কেন্দ্রে সাংবাদিকগণ প্রিজাইডিং অফিসারের আইনানুগ নির্দেশ মেনে চলবেন।

. নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে কোনরুপ হস্তক্ষে করতে পারবেন না।

. কোন প্রকার নির্বাচনী উপকরণ স্পর্শ কিংবা অপসারণ করতে পারবেন না।

. নির্বাচন চলাকালীন সময়ে কোন প্রার্থী কিংবা রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে যে কোন ধরণের প্রচার ও বিদ্বেষমূলক প্রচারণা বিরত থাকবেন।

. নির্বাচন অনুষ্ঠানে সহায়তার জন্য নির্বাচনী আইন ও বিধিমালা মেনে চলবেন।
উপরোক্ত নির্দেশনা পালন না করলে নির্বাচনী আইন বিধি ও কোড অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...