ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - কাউখালীতে ঐক্যজোট প্রার্থী মোস্তাফিজুর রহমান ইরানের কুশপুত্তলিকা দাহ

কাউখালীতে ঐক্যজোট প্রার্থী মোস্তাফিজুর রহমান ইরানের কুশপুত্তলিকা দাহ

কাউখালী প্রতিনিধি >>

আসন্ন একদাশ সংসদ নির্বাচনকে ঘিরে পিরোজপুর-২ আসন কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানী আসনে জোটের প্রার্থী নিয়ে বিএনপির মাঝে গৃহদাহ শুরু হয়েছে। এ আসনে ২০ দলীয় ঐক্যজোটের মনোনয়নীত প্রার্থী লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান মনোনয়ন চূড়ান্ত হওয়ায় স্থানীয় বিএনপিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিএনপির ঘাঁটি কাউখালী উপজেলা বিএনপি বিক্ষুব্দ নেতা কর্মীরা আজ রবিবার শহরে বিক্ষোভ প্রদর্শন করে ঐক্যজোট প্রার্থী লেবার পার্টিও নেতা মো. মোস্তাফিজুর রহমান ইরানের কুশপুত্তলিকা দাহ করেছেন।

জানাগেছে, পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুকারকানী ) আসনে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি সুমন মঞ্জুরকে প্রার্থী হিসেবে মনোনয়নের দাবি ছিল এ আসনের বিএনপির নেতা কর্মীদের। কিন্তুু ঐক্যজোট লেবার পার্টির নেতা মোস্তাফিজুর ইরানকে এ আসনে মনোনয়ন দেওয়ায় বিএনপি নেতা কর্মীরা বিক্ষুব্দ হয়ে ওঠেন। আজ রবিবার সকালে কাউখালী উত্তর বাজার দলীয় কার্যালয়ের বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা সমবেত হয়ে এ মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষুব্ধ নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে ঐক্যজোট প্রার্থী লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এর কুশপুত্তলিকা দাহ করে ।

কাউখালী উপজেলা বিএনপি সূত্রে জানাগেছে, শুক্রবার সন্ধ্যায় ২০দলীয় ঐক্যজোট পিরোজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নাম ঘোষণা পর থেকে ফুঁসে উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাৎক্ষনিকভাবে বর্ধিত সভা ডেকে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা করে এবং মোস্তাফিজুর রহমান ইরানকে সরিয়ে বিএনপি নেতা আহম্মেদ সুমন মঞ্জুরকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানান।
এ ব্যাপারে কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, পিরোজপুর-২ আসনে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর ছেলে আহম্মেদ সুমন মঞ্জুরকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল বিএনপি থেকে। পরবর্তীতে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানকে চূড়ান্ত মনোনয় দেয়ায় এ আসনে বিএনপির নেতা কর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।

উল্লেখ্য পিরোজপুর-২ আসনে মহাজোটের প্রার্থী হয়ে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বাইসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দীতা করছেন। তিনি এ আসনে একজন হেভিওয়েট অপ্রতিরোধ্য প্রার্থী ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...