ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী সুধীর রঞ্জন এর মনোনয়নপত্র বাতিল

পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী সুধীর রঞ্জন এর মনোনয়নপত্র বাতিল

 

দেবদাস মজুমদার >>

পিরোজপুুর-৩ মঠবাড়িয়া একক আসনে আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী সুধীর রঞ্জন বিশ^াস এর মনোনয়ন পত্র এবার বাতিল করেছেন রিটানিং অফিসার । আজ রবিবার জেলার ৩টি আসনের ৩০ জনের আজ রবিবার মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষে জেলা রিটার্ণিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
মনোনয়নপত্রে প্রয়োজনীয় তথ্য না থাকা ও সমর্থকদের তালিকা না থাকায় মঠবাড়িয়া আসনের স্বতন্ত্র প্রার্থী সুধীর রঞ্জন বিশ^াসের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া এ একক আসনে আরও দুইজন স্বতন্ত্র প্রার্থী ডা. এম নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. আবু তারেক মৃধা মনোনয়ন পত্রের সাথে সমর্থকদের স্বাক্ষর সঠিক না থাকায় তাদের মনোনয়ন পত্র বাতিল করেন জেলা রিটার্ণিং কর্মকর্তা।

উল্লেখ্য পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে টানা ষষ্ঠ বারের মতোন স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন সুধীর রঞ্জন বিশ্বাস। এর আগে প্রতিটি নির্বাচনে তিনি নিজের একটা ভোট ছাড়া আর কারও ভোট পাননি। প্রতিবারই তিনি জামানত হারিয়েছেন। টানা পাঁচবার নির্বাচনে দাড়িয়ে পত্রিবারই একই ফল । প্রতিটি নির্বাচনে ভোট পাগল হিসেবে আলোচিত প্রার্থী তিনি। এবার প্রার্থী হয়ে আবাও নির্বাচনী মাঠে আলোচিত এক ভোটের প্রার্থী বৃদ্ধ সুধীর রঞ্জন বিশ^াস। তবে এবার তার মনোনয়নপত্র বাতিল হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারছেন না ।

মনোনয়নপত্র বাতিল হওয়ায় স্বতন্ত্র প্রার্থী সুধীর রঞ্জন বিশ^াস প্রতিক্রিয়ায় বলেন, আমার দুর্ভাগ্য এবার আর ভোটে প্রার্থী হতে পারলাম না। তবে বেঁচে থাকলে আগামী নির্বাচনে আবার দাড়াবো।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...