ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - আজ মুক্তি পাচ্ছে শেখ‘হাসিনাকে নিয়ে প্রামান্য চলচ্চিত্র “আ ডটারস টেল’

আজ মুক্তি পাচ্ছে শেখ‘হাসিনাকে নিয়ে প্রামান্য চলচ্চিত্র “আ ডটারস টেল’

সাংস্কৃতিক প্রতিবেদক >>

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন আখ্যান নিয়ে নির্মিত ডকুফিল্ম Hasina A Daughter’s Tale’ -‘(হাসিনা- আ ডটারস টেল)’ প্রামান্য চলচ্চিত্র আজ শুক্রবার মুক্তি পাচ্ছে। ঢাকার স্টার সিনাপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, সিলভার স্ক্রিন চট্টগ্রাম এবং মধুমিতাসহ বেশ কয়েকটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে এ চলচ্চিত্রটি ।

এ প্রামান্য চলচ্চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে জাতির জনকের কন্যার জীবন সংগ্রাম, দুঃখ-বিষাদ, ব্যক্তিগত আখ্যান ও জানা-অজানা নানা ঐতিহাসিক ঘটনা।

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও অ্যাপেলবক্স ফিল্মস’র যৌথ প্রযোজনায় ৭০ মিনিট দৈর্ঘের এ ডকু-ড্রামা বানিয়েছেন অ্যাপলবক্স’র প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউর রহমান খান পিপলু। নির্মাণ শেষে ২৭ সেপ্টেম্বর রাতে প্রামান্য চলচ্চিত্রটির ট্রেইলার প্রকাশ করা হয়।

জানাগেছে, এ চলচ্চিত্রে একজন শেখ হাসিনার রান্না ঘর থেকে শুরু করে সরকার প্রধানের দায়িত্ব পালন, বেঁচে থাকার সংগ্রামসহ ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক জীবনের নানা দিক ফুটে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানার জীবনের কথাও উঠে এসেছে ছবিতে ।

শেখ হাসিনা ও শেখ রেহানার আবেগঘন কণ্ঠ আর দৃশ্যায়নে ফুটে উঠেছে তাদের বাবা স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে নৃশংস কায়দায় হত্যার পর বিষাদপূর্ণ সময় ও দুই বোনের নির্বাসিত জীবনসংগ্রামের চিত্রও।

শেখ হাসিনা কখনো বঙ্গবন্ধু কন্যা, কখনো জননী, কখনো বোন, কখনো গণমানুষের ত্রাতা রূপে জায়গা পেয়েছেন দেশের মানুষের হৃদয়ে। সেই বিষয়টিও তুলে ধরা হয়েছে এ চলচ্চিত্রে ।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...