ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ার হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি

মঠবাড়িয়ার হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি

শিক্ষাঙ্গন প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমীনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগের তদন্ত করছে বরিশাল শিক্ষাবোর্ড। সম্প্রতি বিদ্যালয় ম্যানেজিং কমিটি অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে সহকারী প্রধান শিক্ষক মজিবর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন । অপরদিকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় গত ৭ মে বরিশাল শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট বিদ্যালয়ে অন্তরবর্তীকালীন (এডহক) কমিটি অনুমোদন দেন।

বিদ্যালয় সূত্রে জানাগেছে, বোর্ড কর্তৃক অনুমোদন কৃত এডহক কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম সরফরাজকে সভাপতি, জেলা শিক্ষা অফিসার শাহজাহান নেগাবানকে শিক্ষক সদস্য, মো. মনিরুজ্জামান আবুকে অভিভাবক সদস্য, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির প্রবিধানমালা ২০০৯ এর ৩৯ নং ধারা অনুযায়ী বরিশাল শিক্ষাবোর্ড আগামী ছয় মাসের মেয়াদে এ চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেন। সেই সাথে ম্যানেজিং কমিটি কর্তৃক সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও নানা অনিয়রমর অভিযোগ তদন্তাধীন রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবর রহমান বোর্ড কর্তৃক নতুন এডহক কমিটি অনুমোদনের পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১০ এপ্রিল ম্যানেজিং কমিটির মেয়াদও পূর্ণ হয়েছে। এমন অবস্থায় বোর্ড ছয় মাসের মেয়াদে একটি অন্তরর্তীকালীন কমিটি অনুমোদ দিয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, বোর্ড কর্তৃক অনুমোদনকৃত চিঠি তিনি পেয়েছেন। ফলে বোর্ডের নিদের্শনা অনুযায়ী বিদ্যালয় পরিচালিত হবে। অপরদিকে সাময়িক বরখস্তকৃত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি বোর্ডের তদন্তও চলমান রয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...