ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় উপকূলীয় তিন উপজেলার সমন্বয়ে আইনশৃংখলা সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় উপকূলীয় তিন উপজেলার সমন্বয়ে আইনশৃংখলা সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়া প্রতিনিধি ▶️

উপকূলীয় পিরোজপুরের মঠবাড়িয়া, বরগুনার বামনা ও ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সমন্বয়ে থানা পুলিশের উদ্যোগে আজ শনিবার দিনব্যাপী আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। এ তিন উপজেলার সীমান্তবর্তী মঠবাড়িয়ার উপজেলার দাউদখালী ইউনিয়নের নুতন বাজারে এ বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি মো.আকরাম হোসেন প্রধান অতিথি পিরোজপুরের পুলিশ সুপার মো ওয়ালিদ হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ।

পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে.এম তারিকূল ইসলাম , বামনা থানার অফিসার ইনচার্জ মো. শাহ নেওয়াজ, ,কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ এম.আর. শওকত আনোয়ারুর ইসলাম,আমুয়া ইউপি চেয়ারম্যান মো.আমীরুল ইসলাম ফোরকান, দাউদখালী ইউপি চেয়ারম্যান মো.ফজলুল হক রাহাত ও পাটিকেলঘাটা ইউপি চেয়ারম্যান শিশির দাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন,তিন উপজেলার সীমান্তবর্তী এলাকার অপরাধ,মাদক ও দস্যুতা দমনে পুলিশ ও জনতা সম্মিলিতভাবে কাজ করার লক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ হতে নানা উদ্যোগ গ্রহণ করা হবে । সেই সাথে স্থানীয় জনসাধারনকে শান্তি শৃংখলা রক্ষায় পুলিশকে সহযোগিতার অনুরোধ জানানো হয়। এ সময় এলাকাবাসী তিন উপজেলার সীমান্তবর্তী আমুয়া বন্দরে একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবী জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...