ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি ▶️

“সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” শ্লোগানকে সামনে রেখে সার দেশের ন্যায় নানা আয়োজনে পিরোজপুর পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। আজ রবিবার সকালে এ উপলক্ষে শহরের বঙ্গবন্ধু চত্ত্বর থেকে জেলা প্রশাসন ও বিআরটিএ পিরোজপুর সার্কেলের আয়োজনে একটি র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: খায়রুল আলম সেখ।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন, বিআরটিএ পিরোজপুর সার্কেলের সহকারি মটরযান পরিদর্শক মো: সাঈদ সিদ্দিক সহ বিভিন্ন কর্মকর্তা ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, একটি সড়ক দূর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্না। রাস্তায় গাড়ি চালানোর সময় প্রতিযোগীতা না করে নিদৃষ্ট গতিতে গাড়ি চালাতে হবে। গাড়ী চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা যাবে না এবং রাস্তার পাশের সংকেত ও আইন মেনে গাড়ী চালাতে হবে। তাহলেই সড়ক দূর্ঘটনা কমে আসবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...