ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় “মানব কল্যাণ সোসাইটির ” প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে বন্যার্তদের সহায়তা

মঠবাড়িয়ায় “মানব কল্যাণ সোসাইটির ” প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে বন্যার্তদের সহায়তা

মঠবাড়িয়া প্রতিনিধি ↪️

পিরোজপুরের মঠবাড়িয়ায় নব গঠিত সামাজিক সেচ্ছাসেবী সংগঠন “মানব কল্যাণ সোসাইটির ” উদ্যোগে দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সহায়তা প্রদান করা হয়েছে । আজ সোমবার বিকালে মঠবাড়িয়া প্রেস ক্লাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে বক্তব্য দেন, সংগঠনের উপদেষ্টা জনাব আরিফ উল হক, অধ্যক্ষ আলমগীর হোসেন খান, সমাজ সেবা কর্মকর্তা আখলাকুর রহমান ও প্রেস ক্লাব সভাপতি আব্দুস সালাম আজাদী, সাধারন সম্পাদক জিল্লুর রহমান প্রমূখ।
এসময় অনুষ্ঠানে মানব কল্যান সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহাসচিব এ,টি,এম, কাওছার, যুগ্ম মহাসচিব বশির আহমেদ, অর্থসচিব এজাজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সোহাগ মাতুববর, দপ্তর সম্পাদক রুমী আহাদ এবং সাধারণ পরিষদ থেকে উপস্থত ছিলেন সভপতি তৌহিদ সোহেল, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান হারুন, সহ সভাপতি তাপস কুমার হাওলাদারা, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রহমান আকাশ, সাংগঠনিক সম্পাদক পঙ্কজ মিত্র, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাসেল, আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে সংগঠনের সাধারন পরিষদের সভাপতি তৌহিদ সোহেলের সঞ্চালনায় উদ্ধোধনী বক্তব্য দেন সংগঠনের মহাসচিব এ,টি,এম, কাওছার।

প্রধান অতিথির বক্তব্যে বলেন প্রধান মন্ত্রীর ঘোষনায় একত্বতা ঘোষনা করে মঠবাড়ীয়ায় ভিক্ষুক মুক্ত করার প্রচেস্টা চালানো । তিনি প্রাথমিক পর্যায় ১১টি ইউনিয়নে ১১ জন ভিক্ষুককে পুর্নবাসনের কাজ হাতে নেওয়ার পরামর্শ দেন। এতে তিনিও সার্বিক সহযোগিতা করবেন।
শেষে বন্যার্তদের সহায়তা উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সংগঠনের চেয়ারম্যান কুয়েত প্রবাসী অবরসর প্রাপ্ত সেনা সদস্য মো. রিয়াজ উদ্দিন বলেন, “একতা-মানবতা-সেবা” এই তিনটি মূলনীতি নিয়ে গড়ে ওঠা অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও অলাভজনক একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সংগঠনের সাথে মঠবাড়িয়ার গুনণজন ব্যক্তিবর্গ এগিয়ে আসলে অত্র উপজেলার সকল ধরনের অনিয়ম মাদক, যৌতুক ও শিশু নারী নির্যাতন , বাল্য বিবাহ প্রতিরোধ, ভিক্ষুক মুক্ত মঠবাড়ীয়া গড়াসহ সমাজ উন্নয়ন বিভিন্ন কর্মকাণ্ডে ভূমিকা রাখতে আমরা সক্ষম হব।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...