ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়ায় সাংবাদিকের সহযোগিতায় প্রতিবন্ধী সোহেল ভাতা পেলেন

মঠবাড়িয়ায় সাংবাদিকের সহযোগিতায় প্রতিবন্ধী সোহেল ভাতা পেলেন

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী ভাতা বঞ্চিত সোহেল (২৬) অবশেষে প্রতিবন্ধী ভাতা পেলেন। আজ রবিবার সকালে স্থানীয় কালির হাট বাজারে সোহেলের দরিদ্র পিতার কাছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক এক বছরের ভাতার টাকা ও পাশ বহি তুলে দেন। সোহেল উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম রাজপাড়া গ্রামের (করিমগঞ্জ) দরিদ্র ইউসুফ হাওলাদারের পুত্র।
এসময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি মিজানুর রহমান মিজু, সংশ্লিষ্ট ইউপি সদস্য শহীদ মোল্লা, বাবুল দাস, সাংবাদিক ইসরাত জাহান মমতাজ, আ’লীগ নেতা হারুন-অর-রশিদ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মো. বশির হোসেন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ আরজু প্রমুখ।
প্রতিবন্ধী সোহেলের পিতা দরিদ্র ইউসুফ হাওলাদার জানান, প্রতিবন্ধী ছেলের ভাতার জন্য গত ৯/১০ বছর ধরে একাধিক চেয়াম্যান, মেম্বর ও চৌকিদারের কাছে ঘুরলেও রহস্যজনক কারনে ছেলের জন্য কোন সরকারী ভাতা পাইনী। অবশেষে ভাতা পাওয়ায় সরকার ও সাংবাদিকদের ধন্যবাদ জানাই। তিনি সোহেলের দুঃখের বর্নণা দিতে গিয়ে বলেন, ৮ বছর বয়সের সময় তার স্ত্রী বিউটি বেগম সোহেল ও শাহিনকে রেখে মা দুই সন্তানকে রেখে অনত্র চলে যায়। সেই থেকে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী সোহেলকে লালন পালন করতে অবনর্ণিয় দুর্ভোগ পোহাতে হয়। বর্তমানে সোহেলকে তার সৎ মা মাসুমা বেগম দেখা শোনা করেন। আজ ছেলের নামে ভাতা পেয়ে আমি আনন্দিত।
সমকাল প্রতিনিধি মিজানুর রহমান মিজু জানান, গত ১২ এপ্রিল-১৭ পশ্চিম রাজপাড়া গ্রামে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভাতা বঞ্চিত সোহেলকে রাস্তায় হামাগুড়ি দিয়ে চলতে দেখতে পাই।
পরে উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজান সালাউদ্দিন (বদলীকৃত) এবং ইউনিয়ন চেয়াম্যান দেলোয়ার হোসেনকে অবহিত করি। তারা সোহেলকে উপজেলার মাসিক সমন্বয় সভায় তাৎক্ষনিক সরকারী কোষাগার থেকে হুইল চেয়ার কেনার জন্য নগদ দশ হাজার টাকা দেন। এসময় উপজেলার অন্যান্য কর্মকর্তা স্থানীয়রা ব্যক্তিগত পকেট থেকে সোহেলকে আরও ছয় হাজার টাকা চিকিৎসার জন্য তুলে দেন। পরে স্থানীয় সমাজসেবা অধিদপ্তর সোহেলের তালিকাভুক্ত করে একবছরের ৭হাজার ২’শ টাকা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন জানান, স্থানীয় সাংবাদিক মিজানুর রহমান মিজুর মাধ্যমে জানতে পেরে উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান এর সাথে সমন্বয় কওে সরকারী তহবিল থেকে তাৎক্ষনিক সোহেলের চলাচলের জন্য একটি হুইল চেয়ার বাবদ নগদ দশ হাজার টাকা দেই এবং যাতে সমাজ সেবা অধিদপ্তর থেকে নিয়মিত ভাতা পায় তার ব্যবস্থা করি। তিনি আরও জানান এধরণের সমাজের সরকারে সুবিধা বঞ্চিতদের খবর পেলে উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...