ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - “উৎসব” তুমি কি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঘরে আছো !

“উৎসব” তুমি কি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঘরে আছো !

মো. আলমগীর হোসেন খান >>

উৎসব আগে সৃষ্টি হয়েছে । তারপরে উৎসব ভাতা । উৎসব পালনের জন্যই উৎসব ভাতা । সকল সরকারি চাকুরীজিবীদের ২ট পূর্ণাঙ্গ উৎসব ভাতা । সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরাও ২টি পূর্ণাঙ্গ উৎসব ভাতা পায় । অনেক বেসরকারি প্রতিষ্ঠান তাদের কর্মকর্তা-কর্মচারিদের ৩/৪টি পর্যন্ত উৎসব ভাতা দিয়ে থাকেন । গার্মেন্টস ফ্যাক্টরী তাদের এমন এমন কর্মকর্তা আছে যাদেরকে ৩/৪টি উৎসব ভাতা প্রদান করেন । শ্রমিকদেরকে প্রতি উৎসব ভাতা প্রদান করেন । বাংলাদেশের সকল চাকুরীজিবীরা উৎসব ভাতা পায় । কাজের বুয়া-কাজের ছেলে ঈদের সময়- পূজার সময় মালিক খুশি হয়ে উৎসব ভাতা প্রদান করেন । এ সময়টি একটি মহা আনন্দে দেশবাসী উৎসব পালন করে থাকেন । বিপদ বেসরকারি শিক্ষকদের । এই বেসরকারীদের একসময় আদৌ কোন উৎসব ভাতা ছিল না । ২০০৩ সালে সকল শিক্ষক সংগঠন বেতন ভাতার ১০০% উত্তসব ভাতা, চিকিৎসা ভাতার আন্দোলন জোরদার হলে শিক্ষকদের ২৫% ও কর্মচারীদের ৫০% উৎসব ভাতা তৎকালীন সরকার প্রদান করেন । সেই প্রথম উৎসব ভাতা শুরু ২৫% । ২টি পূর্ণাঙ্গ উৎসব ভাতার জন্য দাবী সদা সর্বদা । উৎসবে কালো ব্যাচ ধারণ, বাসন নিয়ে রাস্তায় বসা সহ বিভিন্ন ধরনের কর্মসূচী বেসরকারি শিক্ষকদের । কাজের বুয়া যখন উৎসব ভাতা পায় আর সেই দেশে শিক্ষকরা পায় ২৫% উৎসব ভাতা । কোথায় আছি আমরা । প্রধানমন্ত্রী হতে শুরু করে সরকারি অফিসের ৪র্থ শ্রেনীর কর্মচারি পর্যন্ত কোন না কোন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী । বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এই বেহাল দশা আপনারা কি কোন দিনই বুঝুবেন না । সবাই ঈদের উৎসবে মাতোয়ারা আর শিক্ষক পরিবার মুখ মলিন । অন্য চাকুরীজিবীদের সাথে তাল মিলিয়ে চলা আদৌ সম্ভব নয় । অথচ শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড । আর শিক্ষক হচ্ছে শিক্ষিত জাতি গঠনের কারিগর । জাতি গঠনের কারিগরদের যদি এভাবে বেহাল দশায় রাখা হয় তবে এ জাতি উন্নত জাতিতে পরিনত হবে কি করে ? ২৫% ঈদ উৎসব দিয়ে বেসরকারি শিক্ষকদের ঈদ উৎসবের যাত্রা শুরু হয়েছে এখনো দুইটি উৎসবের শতভাগ হলো না । দেশে অর্থনৈতিক অবস্থা দূর্বল হলে সবাইকে ২৫% এ নিয়ে আসুন । না হয় ১০০% শতভাগ করুন । যারা আজকের বড় আমলা কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই কোন না কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখা পড়া করে এখানে এসেছেন । শিক্ষকদের এ দূরবস্থার আপনাদের মনে কোন রেখাপাত করে না । তাই তো ঈদ উৎসব তুমি বেসরকারী শিক্ষকদের ঘরে আস নি ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...