ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া কে.এম লতীফ ইনস্টিটিউশন জাতীয়করণের দাবিতে আগামীকাল মানববন্ধন -সমাবেশ

মঠবাড়িয়া কে.এম লতীফ ইনস্টিটিউশন জাতীয়করণের দাবিতে আগামীকাল মানববন্ধন -সমাবেশ

শিক্ষাঙ্গন প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কেএম লতীফ ইনস্টিটিউশন জাতীয়করণের দাবিতে আগামীকাল মঙ্গলবার সকালে শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিদ্যালয় জাতীয় করণের দাবিতে জনমত গঠনের লক্ষে আজ সোমবার সন্ধ্যায় বিদ্যালয় কর্তৃপক্ষ মঠবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করে এ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। এসময় মঠবাড়িয়ার সাংবাদিকদের এ জনদাবিতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান স্কুল কর্তৃপক্ষ।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. জাহিদ উদ্দিন পলাশসহ মঠবাড়িয়ার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত শিক্ষকরা জানান প্রায় শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ উপকূলে শিক্ষা বিস্তারে অসামান্য কৃতিত্ব অর্জনের পরও আজও প্রতিষ্ঠানটি জাতীয় করণে থেকে বঞ্চিত । তাই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি জাতীয় করণের দাবি এখন সময়ের দাবি। তাই জনস্বার্থে বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুলটি জাতীয় করনের দাবিতে নানা কর্মসূচি পালন করার উদ্যোগ নিয়েছে।

এ বিষয়ে বিদ্যালয় নবীণ দাতা সদস্য ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সীমান্ত হাসনাইন পান্থ জনগুরুত্বপূর্ণ এ কর্মসূচিতে সকলকে সামিল হওয়া আহ্বান জানিয়ে বলেন, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় আমাদের ঐতিহ্যবাহী স্কুল জাতীয় করণের দাবিতে কে এম লতিফ ইনস্টিটিউশন প্রাঙ্গণেঅনুষ্ঠিত হবে। তিনি আরও জানান স্কুল জাতীয়করনের দাবিতে প্রাক্তন সকল শিক্ষার্থীকে একত্রিত করে অব্যহত কর্মসূচি দেওয়া হবে। এ ব্যাপারে স্কুলের সকল প্রাক্তন শিক্ষার্থীকে প্রয়োজনে:01680548234। নম্বর মোবাইল ফোনে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...