ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - কাউখালীতে সততার স্টোর উদ্বোধন

কাউখালীতে সততার স্টোর উদ্বোধন

কাউখালী প্রতিনিধি >>

পিরোজপুরের কাউখালী উপজেলার দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে সততার স্টোর উদ্বোধন । আজ সোমবার সকালে উপজেলার এসবি সরকারি বিদ্যালয় ও সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায়, সহকারী পরিচালক নাজমুল হাসান দুর্নীতি দমন কমিশন বরিশাল, সহকারী পরিদর্শক আবুদর রশিদ আকন দুর্নীতি দমন কমিশন বরিশাল ।

এসময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, কাউখালী উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমদ্দার, সাধারণ সম্পাদক আবদুৃল লতিফ খসরু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিকুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবার তালুকদার, শিক্ষা অফিসার আব্দুস ছালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মৃদুল আহম্মেদ সুমন প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্যে এখন থেকে দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা গঠনের লক্ষ্যে ও তাদের মধ্যে সততা প্রতিষ্ঠার বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন এ উদ্যোগ গ্রহণ করেন। সততা স্টোরে মালিক বিহীন দোকান থেকে শিক্ষার্থীরা তাদের নিজ দায়িত্বে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ক্রয় করবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...