ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় জাতীয় শোক দিবসের আলোচনায় বিএনপি নেতার বক্তব্য : কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালন না করার আহ্বান

মঠবাড়িয়ায় জাতীয় শোক দিবসের আলোচনায় বিএনপি নেতার বক্তব্য : কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালন না করার আহ্বান

বিশেষ প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কেক কেটে জন্মদিন পালন না করার আহ্বান জানিয়েছেন এক বিএনপি নেতা। আজ মঙ্গলবার সকালে স্মঠবাড়িয়া পৌর শহরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে শোক দিবসের আলোচনা সভায় মঠবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক এ কে এম নিজামুল কবির মিরাজ বিএনপি নেত্রীর প্রতি এ আহ্বান জানান।
বিএনপি নেতা শোক দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে দলের প্রধানের জন্মদিন পালন নিয়ে সমালোচনা করায় দলের নেতা-কর্মীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

তবে এ বিষয়ে এ কে এম নিজামুল কবির মিরাজ বলেন, ১৫ আগস্ট অত্যন্ত মর্মাহত বেদনার দিন। আমি যে দলের সমর্থক সে দলের প্রধান বেগম খালেদা জিয়ার জন্মদিন একই দিন । এই দিনটি জন্মদিন পালনে নিয়ে বিতর্ক রয়েছে। এই বিতর্ক অবসানের জন্য আমার বক্তব্যটি সাংবাদিকদের মাধ্যমে দলের নীতিনির্ধারকদের কাছে জানাতে চাই। খালেদা জিয়ার জন্মদিন নিয়ে বিভিন্ন কথা হয়। সার্টিফিকেট খোঁজা হচ্ছে। খালেদা জিয়া যদি একটিভ ভূমিকা নিয়ে আজকের দিনটি কেক কেটে উদযাপন না করে ঘরোয়া পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে পালন করত। সারা দেশের নেতা-কর্মীদের নির্দেশ দিত আমরা আর কেক কেটে জন্মদিন পালন করব না। তাহলে দেশের ৮০ ভাগ মানুষ তাঁকে সমর্থন দিত। কিন্তু তা করা হয়না। আবার সরকার পরিবর্তন হলে বঙ্গবন্ধুর অবদানকেও ভুলে যায় এটা হওয়া উচিত নয়। বঙ্গবন্ধুর অবদানকে আমি মানুষ হিসেবে কোনদিন অস্বীকার করতে পারব না।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ রুহুল আমিন দুলাল বলেন, একজন বিএনপি নেতা এভাবে প্রকাশ্যে সভায় দলের চেয়ারপারসনকে নিয়ে এধরণের বক্তব্য দিতে পারেন না। যদি তিনি দিয়ে থাকেন তবে তা দুঃখজনক।

পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, বিএনপি নেতা এমন বকতব্য দিয়ে থাকলে এ ব্যাপারে দলীয়ভাবে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...