ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় রাতের খাবারে বিষক্রিয়ায় একই পরিবারের সাতজন অসুস্থ

মঠবাড়িয়ায় রাতের খাবারে বিষক্রিয়ায় একই পরিবারের সাতজন অসুস্থ

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাতের খাবারে বিষক্রিয়ায় একই পরিবারের সাতজন অসুস্থ হয়েছেন। উপজেলার সূর্যমনি গ্রামের আনোয়ার হোসেন হাওলাদার বাড়িতে গতকাল শনিবার দিবাগ রাতে এ ঘটনা ঘটে। বিষক্রিয়ায় অনুস্থ ৫ জনকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এছাড়া দুইজনকে জনকে প্রথমিক চিকিৎসার দেয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানাগেছে, উপজেলার সূর্যমনি গ্রামের কৃষক আনোয়ার হোসেন হাওলাদারের মেয়ে জামাইসহ চারজন বেড়াতে এসে শনিবার রাতের খাবার খেয়ে পরিবারের সকলে ঘুমিয়ে পড়েন। এরপর গৃহকর্তার জামাই স্কুল শিক্ষক আলমগীর হোসেন (৪০), গৃহকর্তা আনোয়ার হোসেন (৬৫), স্ত্রী হোসনেয়ারা বুলু (৫৮), মেয়ে মুন্নি আক্তার (৩২), ছেলে অলি হাওলাদার (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২২), গৃহকর্তার ছেলে অলির বন্ধু লিটন (৩৫), গৃহকর্তার নাতি নিহাদ (১০) একে একে পাতলা পায়খানা ও বমি হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শনিবার রাতে প্রতিবেশীরা অসুস্থ সকলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বশির আহমেদ হাসপাতালে ভর্তি অসুস্থদের তথ্য নিশ্চিত করে বলেন, রাতের খাবারে অজ্ঞাত বিষক্রিয়ায় দেখা দেয়। তাদের চিকিৎসা চলছে। তবে তারা সকলেই শংকামুক্ত।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...